জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা হয়। আগামী বছরের মধ্যে বেতন এবং পেনশন সংশোধনের জন্য সুপারিশ জমা দেওয়ার আশা করা হচ্ছে। এবার সামনে এসেছে দারুণ আপডেট। অষ্টম বেতন কমিশনে এই কর্মীদের বেতন একধাক্কায় বাড়বে ৪০%? ফাঁস হয়ে গেল গুরুত্বপূর্ণ আপডেট!
আগামী বছরের মধ্যে বেতন এবং পেনশন সংশোধনের জন্য সুপারিশ জমা দেওয়ার আশা করা হচ্ছে। যাইহোক, এখন আরও একটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, আর সেটা হল অষ্টম বেতন পে কমিশন লাগু হলে সবার বেতন কত হবে?
512
সরকারি স্তরে আলোচনায় উঠে আসছে এক নতুন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’, যার ফলে প্রথম স্তরের কর্মীদের বেতনে প্রায় ৪০% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
612
বিশেষজ্ঞদের মতে, এবার অষ্টম বেতন কমিশনের আওতায় ১.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
712
এই ফ্যাক্টরটি মূলত একটি গুণক, যার মাধ্যমে বর্তমান মূল বেতনকে বহুগুণে বাড়িয়ে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়। অর্থাৎ, কর্মীদের বর্তমান মূল বেতন যদি ধরা হয় X টাকা, তাহলে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ প্রয়োগ করলে সেটি দাঁড়াবে ১.৯২X টাকা।
812
এই পরিবর্তনের ফলে বিশেষভাবে উপকৃত হবেন লেভেল ১ অর্থাৎ নিম্নপদস্থ কর্মচারীরা। দীর্ঘদিন ধরে যাঁরা ন্যূনতম বেতনে কাজ করছেন, তাঁদের আর্থিক সুরক্ষার দিকটি এবার গুরুত্ব পাচ্ছে।
912
সরকারের তরফে বলা হয়েছে, কর্মীদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো এবং বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো তৈরি করাই এই কমিশনের মুখ্য লক্ষ্য।
1012
এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু প্রথম স্তরের কর্মীরা নন, বরং বিভিন্ন বিভাগে কর্মরত বহু সরকারি কর্মচারী উপকৃত হবেন। এতে কেন্দ্রীয় প্রশাসনে কর্মীদের মনোবল বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
1112
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পারে শীঘ্রই কার্যকর হতে চলা অষ্টম বেতন কমিশন।
1212
সরকারি স্তরে আলোচনায় উঠে আসছে এক নতুন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’, যার ফলে প্রথম স্তরের কর্মীদের বেতনে প্রায় ৪০% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।