DA Hike: গত ৭ বছরের মধ্যে সবচেয়ে কম! মাথায় হাত পড়ল সরকারি কর্মীদের! DA নিয়ে নয়া আপডেট
পে কমিশন নয়, বরং সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে নয়া আপডেট সামনে আসছে। মনে করা হচ্ছে, ২০১৮ সালের জুলাই মাসের পর সবচেয়ে কম হারে এবার মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হতে পারে। এই খবরে মাথায় হাত কর্মীদের!
তবে এবার পে কমিশন নয়, বরং সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে নয়া আপডেট সামনে আসছে।
412
মনে করা হচ্ছে, ২০১৮ সালের জুলাই মাসের পর সবচেয়ে কম হারে এবার মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হতে পারে।
512
কত শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বাড়াতে পারে কেন্দ্র?
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন।
612
নতুন বছর শুরু হওয়ার পর থেকে এখনও অবধি তাঁদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি।
712
এমতাবস্থায় আশঙ্কা করা হচ্ছে, গত সাত বছরে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের সবচেয়ে কম হারে ডিএ বাড়ানো হতে পারে।
812
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্সের সভাপতি রূপক সরকার বলেন, ‘আমাদের হিসেব অনুসারে, সম্ভবত ২% হারে ডিএ বাড়ানো হবে’।
912
শেষ অবধি যদি এমনটাই হয়, তাহলে ২০১৮ সালের জুলাই মাসের পর থেকে এবারই সবচেয়ে কম হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হতে পারে।
1012
যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে অফিশিয়ালি এখনও কিছু জানানো হয়নি।
1112
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়।
1212
প্রথম দফায় সাধারণত ১ জানুয়ারি ও দ্বিতীয় দফায় ১ জুলাই থেকে বর্ধিত হার কার্যকর হয়।