টিকিট কাটতে গেলেই এখন দেখাতেই হবে আধার কার্ড? বিরাট আপডেট দিল রেল, জেনে নিন নতুন নিয়ম

Published : Jun 05, 2025, 01:53 PM IST

রেলের টিকিট বুক করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ঘোষণা করেছে ভারতীয় রেল। এটি কী? বিস্তারিত জেনে নিন।

PREV
111

ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। এর ফলে ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।

211

তবে জরুরি প্রয়োজনে রেলওয়ের তৎকাল টিকিট ব্যবস্থা সহায়ক। তৎকাল টিকিটের মাধ্যমে যাত্রীরা ভ্রমণের একদিন আগে ট্রেনের টিকিট বুক করতে পারেন। এটি তাৎক্ষণিক বা জরুরি ভ্রমণের জন্য উপযুক্ত।

311

তবে অতিরিক্ত চাহিদা এবং সীমিত সংখ্যক টিকিটের কারণে কনফার্ম তৎকাল টিকিট পাওয়া বেশ কঠিন। অনেকেই দ্রুত কনফার্ম তৎকাল টিকিট পেতে পারেন না।

411

সাধারণ মানুষের তৎকাল টিকিট না পাওয়ার অবস্থায়, এজেন্টরা কীভাবে সহজেই তৎকাল টিকিট পেয়ে যায়? এই অভিযোগ মানুষ করে আসছে।

511

অনেকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তৎকাল টিকিট সংগ্রহ করে এবং তৎকাল টিকিট ব্যবস্থায় নানা অনিয়ম চলছে বলে রেলওয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

611

এই পরিস্থিতিতে, তৎকাল টিকিট বুকিংয়ের সময় আধার ভিত্তিক ভেরিফিকেশন করা হবে বলে রেলওয়ে ঘোষণা করেছে। এর ফলে অনিয়ম করে তৎকাল টিকিট সংগ্রহ বন্ধ হবে বলে রেলওয়ে জানিয়েছে।

711

প্রতারকদের রোধ করা সম্ভব

অর্থাৎ তৎকাল টিকিট বুক করার সময় আপনার আধার নম্বর প্রবেশ করালে আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি প্রবেশ করালেই কেবল তৎকাল টিকিট বুক করা যাবে।

811

কাউন্টারে তৎকাল টিকিট পেতে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হবে। এই আধার ভেরিফিকেশনের মাধ্যমে প্রতারকদের এবং অনিয়ম রোধ করা সম্ভব বলে রেলওয়ের মত।

911

এই আধার ভেরিফিকেশনের মাধ্যমে যাদের সঠিক আধার আছে তাদের টিকিট নিশ্চিত করা হবে। জালিয়াতি করে অতিরিক্ত টিকিট বুক করা দালালদের রোধ করা যাবে। 

1011

রেলওয়ের এই সিদ্ধান্তকে যাত্রীরা স্বাগত জানালেও, মোবাইলে আধার ওটিপি পেয়ে তা প্রবেশ করতে করতে সময় শেষ হয়ে যাবে।

1111

তার আগেই টিকিট শেষ হয়ে গেলে কী হবে? এই প্রশ্নও তারা তুলেছেন। তৎকাল টিকিটের জন্য আধার ভেরিফিকেশন ব্যবস্থা শীঘ্রই কার্যকর হবে।

Read more Photos on
click me!

Recommended Stories