
অনলাইন টিকিং বুকিং নিয়ে নতুন ঘোষণা রেলমন্ত্রকের। কোনও ট্রেনের জন্য বুকিং খুলে যাওয়ার পর প্রথম ১৫ মিনিটেই IRCTC ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে রিজার্ভড জেনারেল টিকিট বুক করা যাবে। তবে রেলমন্ত্রক এও জানিয়ে দিয়েছে যে, আধার-যাচাইকৃত ব্যবহারকারীরাই অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। এই মুহূর্তে শুধু তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। পয়লা অক্টোবর থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে।
বিষয়টা ঠিক কী? কাউন্টার বা এজেন্ট নয়, এখন প্রায় সকলেই নিজের টিকিট নিজেই কাটেন বাড়ি বসে। জানা যাচ্ছে, আগামী ১ অক্টোবর থেকে IRCTC র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ, যে কোনও মাধ্যমে টিকিট কাটার ক্ষেত্রেই প্রথম ১৫ মিনিটে আধার কার্ড লাগবেই। সচিত্র পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক হলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে বলেই আশা করা হচ্ছে।
কবে থেকে এবং কি নিয়ম চালু হচ্ছে?
আগামী ১ অক্টোবর থেকে রেলের অধীনস্থ সংস্থা IRCTC-র ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে টিকিট কাটতে গেলে এই নিয়ম মানতে হবে যাত্রীদের। বুকিং চালু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে আধার পরিচয়পত্র ছাড়া সংরক্ষিত আসনের টিকিট কাটা যাবে না। রেলের দাবি, এতে একদিকে যেমন জালিয়াতি রোখা যাবে, তেমনই ন্যায্য সুবিধা পাবেন প্রকৃত যাত্রীরাও। সে কারণেই এই পদক্ষেপ।
রেল আধিকারিকরা কি জানাচ্ছেন?
রেলের কর্তারা জানিয়েছেন, কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের সময়ে আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। অনুমোদিত এজেন্টদের ক্ষেত্রে টিকিট কাটার নিয়মও আগের মতোই রয়েছে।
টিকিট কাটা শুরু হওয়ার প্রথম ১০ মিনিট সুযোগ পান না এজেন্টরা, যাতে সাধারণ যাত্রীরা অগ্রাধিকার পান। সেই নিয়মেও কোনও নড়চড় হচ্ছে না। তবে এখন থেকে প্রথম ১৫ মিনিটের মধ্যে টিকিট কাটার জন্য যে কোনও যাত্রীর ক্ষেত্রেই ‘আধার অথেন্টিকেশন’ বাধ্যতামূলক। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম্স (CRIS) এবং IRCTC-কে সেই অনুযায়ী সিস্টেম আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।