
MSME Loan Schemes: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পস্থাপনের জন্য সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিতে চাইছেন? রাজ্য সরকার (West Bengal Government) ও কেন্দ্রীয় সরকারের (Union Government) বিভিন্ন প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে আবেদন করে ঋণ পেতে পারেন। তবে যে কোনও শিল্পের জন্য ঋণ পেতে হলে আবেদনের উপযুক্ত পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। যে শিল্প স্থাপন করতে চাইছেন, সে বিষয়েও বিস্তারিত জ্ঞান থাকা দরকার। লাভ-ক্ষতির হিসেব কষে নিতে হবে। ঋণ নিয়ে যে শিল্প স্থাপন করবেন, তার মাধ্যমে যে লাভবান হবেন এবং ব্যাঙ্ককে ঋণের অর্থ ফিরিয়ে দিতে পারবেন, সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। না হলে কোনও ব্যাঙ্কই ঋণ দেবে না।
সোমবার কলকাতায় (Kolkata) বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (The Bengal Chamber of Commerce and Industry) ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ঋণের পদ্ধতি নিয়ে এক কর্মশালা আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন কেন্দ্রীয় সরকারের এমএসএমই-ডিএফও সুদীপ পাল। তিনি এশিয়ানেট নিউজ বাংলাকে জানিয়েছেন, 'ব্যাঙ্কের ম্যানেজাররা ঋণ দেওয়ার জন্য বসে আছেন। কিন্তু উপযুক্ত পদ্ধতিতে আবেদন করতে হবে। আপনি যদি ব্যাঙ্কে গিয়ে বলেন, তিন লক্ষ টাকা ঋণ চাই, তাহলে আপনার আবেদন নাকচ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি ব্যাঙ্কের ম্যানেজারকে গিয়ে বলেন, আমার ৫,৩০,৫০২ টাকা ঋণ চাই, তাহলে হয়তো সেদিনই আপনার ঋণের আবেদন মঞ্জুর হয়ে যেতে পারে।'
সুদীপবাবু আরও বলেছেন, ‘ধরুন আপনি কোনও যন্ত্র কিনতে চাইছেন। সেই যন্ত্র সারাদিনে কতক্ষণ চালানো সম্ভব, কত বিদ্যুৎ বা জ্বালানি খরচ হবে, সেই যন্ত্র কতদিন পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে, এসব বিষয়ে জেনে নিয়ে তবে ঋণের আবেদন করা উচিত। ব্যাঙ্কের ম্যানেজার যে প্রশ্ন করবেন, তারই জবাব তৈরি রাখতে হবে। আপনি যে অর্থ ঋণ হিসেবে নেবেন, তা যাতে উপযুক্ত কাজে লাগে, সেটাও নিশ্চিত করতে হবে। আপনি যদি ৫০ লক্ষ টাকা নিয়ে ৩৫ লক্ষ টাকা দিয়ে কোনও কারখানা বানিয়ে নেন, তাহলে কি বাকি টাকা দিয়ে আপনার ব্যবসা চলবে? টাকা যাতে ঠিক কাজে লাগে, সেই পরিকল্পনা করা জরুরি। এসব বিষয় মাথায় রেখেই ঋণের আবেদন জানান।'
সুদীপবাবু আরও বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana), প্রধানমন্ত্রী রোজগার যোজনার (Prime Minister’s Rojgar Yojana) মতো প্রকল্প আছে। রাজ্য সরকারের বাংলাশ্রী (Banglashree) প্রকল্পে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ঋণ দেওয়া হয়। এছাড়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (West Bengal Bhabishyat Credit Card Scheme) প্রকল্পও রয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে আবেদন জানানে সহজে ঋণ পাওয়া যায়, ভর্তুকি পাওয়া যায় এবং সুদের হারও কম থাকে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।