
উৎসবের মরশুমে আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল মোদী সরকার। ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো তথ্য আপডেটের ক্ষেত্রে এক ধাক্কায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে ২৫ থেকে ৫০ শতাংশ। আগামী ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে। প্রসঙ্গত, যে পরিষেবাগুলিতে বর্তমানে ১০০ টাকা করে নেওয়া হয়, তার খরচ ১২৫ টাকা করা হচ্ছে। যে আপডেশনের খরচ বর্তমানে ৫০ টাকা, সেগুলি বাড়িয়ে ৭৫ টাকা করা হচ্ছে।
ভারতীয়দের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে আধার কার্ড (UIDAI কর্তৃক প্রদত্ত) ব্যাঙ্ক, সরকারি প্রকল্প, ভ্রমণ এবং ডিজিটাল ভেরিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে অপরিহার্য। তাই সেখানে জন্ম-তারিখ (DOB) সহ অন্যান্য তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে জন্ম-তারিখ সংশোধনের প্রক্রিয়া অনেকটাই সহজ করে এনেছে UIDAI। তবে এটি অনলাইনে করা যাবে না। সরাসরি আধার কেন্দ্রে গিয়েই করতে হবে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ হচ্ছে ১২৫ টাকা। কেউ যদি নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাঁকে খরচ করতে হবে ৭৫ টাকা। প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয়, তাহলেও খরচ সবক’টির জন্য ৭৫ টাকা। কোনও ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাঁকে আলাদা করে কোনও খরচ বহন করতে হবে না।
পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, তাতে টাকা লাগবে না। ১৫ বছর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, সেক্ষেত্রেও বিনামূল্যে মিলবে পরিষেবা। কিন্তু একের অধিকবার বায়োমেট্রিক আপডেট করলে ১২৫ টাকা খরচ করতে হবে। সাত থেকে ১৫ বছর বয়সের জন্য আপাতত কোনও খরচ নেওয়া হবে না। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে।
কোনও ব্যক্তি নিজের পরিচয়, ঠিকানা, নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদির প্রেক্ষিতে যদি কোনও নথি জমা করতে চান, সেক্ষেত্রে ‘মাই আধার’ পোর্টালে গিয়ে তা করতে পারেন। যার জন্য ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত কোনও খরচ দিতে হবে না। কিন্তু কোনও আধার সেন্টারে গিয়ে এই পরিষেবাটি নিলে ৭৫ টাকা খরচ করতে হবে।