রিজার্ভ ব্যাঙ্ক: ডিজিট্যাল পেমেন্টের সুরক্ষা বৃদ্ধি, দেশবাসীর স্বার্থে নতুন উদ্যোগ

Published : Sep 27, 2025, 01:23 AM IST
digital payment

সংক্ষিপ্ত

UPI: ইউপিআই-এর মাধ্যমে সারা দেশের মানুষ লেনদেন করছেন। তবে এই ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। তাই ডিজিট্যাল লেনদেনকে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

Reserve Bank of India: ভারতে প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ডিজিট্যাল পেমেন্ট। স্মার্টফোন আর ইন্টারনেটের প্রসারের ফলে কোটি কোটি মানুষ আজ ব্যাংক, ওয়ালেট কিংবা ইউপিআই-এর (UPI) মাধ্যমে লেনদেন করছেন। তবে এই ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। তাই ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই আরবিআই জানিয়েছিল যে, দেশের পেমেন্ট ইকোসিস্টেমকে আরও আধুনিক ও নিরাপদ করার জন্য নতুন প্রমাণীকরণ ব্যবস্থা (Authentication Mechanism) চালু করা হবে। সেই ঘোষণার আনুষ্ঠানিক রূপ দেওয়া হলো “Reserve Bank of India (Authentication mechanisms for digital payment transactionsDirections, 2025”-)এর মাধ্যমে। এই নির্দেশিকা কার্যকর হবে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে।

জালিয়াতি রোখার উদ্যোগ

কোনও জালিয়াত যাতে সাধারণ মানুষের টাকা লোপাট না করতে পারে, অর্থাৎ গ্রাহকদের বিভিন্ন ধরনের আর্থিক জালিয়াতির হাত থেকে সুরক্ষিত রাখাই এই পরিবর্তনের আসল লক্ষ্য। আরবিআই জানিয়েছে, নয়া নিয়মে ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশনে’র পাশাপাশি ‘রিস্ক বেসড চেক’ করা হবে। অর্থাৎ সোজা কথায়, ওটিপির সঙ্গে আরও একটি সুরক্ষাবলয়। সেটা হতে পারে বায়োমেট্রিক বা হাতের আঙুলের ছাপ, হার্ডওয়্যার টোকেন এবং টোকেটাইজেশনের মতো পদ্ধতি। হয় আধার ভিত্তিক নয় ডিভাইস বা স্মার্টফোনের সাহায্যে ‘ফিঙ্গারপ্রিন্ট’ অথেন্টিকেশন করার উপরও জোর দিয়েছে আরবিআই। শীর্ষ ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, অথেন্টিকেশন ফ্যাক্টরে যুক্ত করা যেতে পারে পাসওয়ার্ড, পাসফ্রেজ, পিন, এসএমএস ভিত্তিক ওটিপি, কার্ড হার্ডওয়্যার, সফ্টওয়্যার টোকেন, ফিঙ্গার প্রিন্ট বা অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতি। এগুলির মধ্যে পছন্দের পদ্ধতি গ্রাহকদের বেছে নিতে বলবে ব্যাংক বা কার্ড প্রদানকারী সংস্থা।

ডেবিট ও ক্রেডিট কার্ডেও প্রতারণা রোখার চেষ্টা

এছাড়া আরবিআই-এর পক্ষ থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থাগুলিকে নতুন পরামর্শ দেওয়া হয়েছে। এমনকী, কোনও বিদেশি ব্যবসায়ী বা গ্রাহক যদি নন-রেকারিং, ক্রস বর্ডার, কার্ড নট প্রেজেন্ট ট্রানজাকশন করতে চান, সেক্ষেত্রেও ‘অ্যাডিশনাল অথেন্টিকেশন’ যোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে
আগামী সপ্তাহে কতদিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! জানুন দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির তালিকা