Share Market: মহারাষ্ট্রে ভোটের ফল বেরোতেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, সূচক কত পয়েন্টে পৌঁছল?

Published : Nov 25, 2024, 08:16 PM IST
Stock investors positive Stories

সংক্ষিপ্ত

ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। 

সপ্তাহের প্রথম দিন সোমবার, ৮০ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেল সেনসেক্স। এদিন প্রায় হাজার পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই স্টক সূচকটি। উল্লেখ্য, শেষবারের জন্য ৬ নভেম্বর ৮০ হাজার পয়েন্ট পেরিয়েছিল সেনসেক্স। অন্যদিকে, আবার নিফটিও উঠেছে ৩১৪ পয়েন্টে।

আর বাজারের এই রকেট গতির উত্থানের নেপথ্যে রয়েছে বিজেপি-শিন্ডে-অজিত জুটির বিপুল আসন জয়, এইরকমই মনে করেছেন বিশেষজ্ঞরা।

২৫ নভেম্বর বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলার সময়ে ৮০,১৯৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের শেষে সামান্য নেমে সেই সূচক ৮০,১০৯.৮৫ পয়েন্টে চলে আসে। এদিন মোট ৯৯২.৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। শতাংশের বিচারে যা ১.২৫। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৪৭৩.০৮ পয়েন্টে উঠেছিল বিএসই-র সূচক।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় যে, ২৪,২২১.৯০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সূচক। সোমবার, প্রায় ৩১৪.৬৫ পয়েন্ট ঊর্ধ্বমুখী ছিল নিফটির সূচক। বাজার প্রায় ১.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দিনের শুরুতে এদিন ২৪,২৫৩.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছিল এনএসই। আর দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৩৫১.৫৫ পয়েন্টে উঠে আসে নিফটি। ব্রোকারেজ ফার্মগুলি জানিয়ে দিয়েছে, সোমবার ১৩টি সেক্টরের স্টকের গ্রাফ কার্যত রকেট গতিতে এগিয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪.৫%। বিএসই-তে ছোট এবং মাঝারি পুঁজির সংস্থাগুলির সূচকও প্রায় ২% করে বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স থেকে সবচেয়ে লাভবান হয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, লার্সেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং বাজ়াজ ফিনসার্ভের বিনিয়োগকারীরা।

অপরদিকে মঙ্গলবার, ২৬ নভেম্বর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার কথা। ফলে, চলতি সপ্তাহে বাজার অনেকটাই চাঙ্গা থাকবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন
২০২৫ সালে ৪৫ শতাংশ ভারতীয় সংস্থাগুলি এআই নির্ভরতার প্রাথমিক পর্যায়ে রয়েছে, জানাচ্ছে রিপোর্ট