ফের সোনার দামের বৃদ্ধি নিয়ে চিন্তায় মধ্যবিত্তরা। চলতি সপ্তাহে হঠাৎ করে প্রায় ২০ টাকা মতো বেড়ে গিয়েছে সোনার দাম।
215
চলছে বিয়ের মরশুম। বাঙালি বিয়েতে অন্তত সোনা কেনা আবশ্যক। সোনার গয়না ছাড়া বাঙালি বিয়ে যেন বেমানান। সে কারণে অনেকেই সারা জীবনের সঞ্চয় খরচ করছেন গয়না কিনতে।
315
এদিকে শেষ কয় মাসে সোনার দাম যেন ১ লক্ষ ছুঁই ছুঁই। তবে, তার থেকে গত কয়েক সপ্তাহে বেশ খানিক কমেছিল দাম। কিন্তু ফেল এই সপ্তাহে বাড়ল দাম।