মাত্র আড়াই ঘণ্টায় আমেদাবাদ থেকে কলকাতা! জলের দামে ফ্লাইট ভাড়া, দেখে নিন তালিকা

Published : May 28, 2025, 05:04 PM IST

Flight price: গ্রীষ্মকালে বিমান সংস্থাগুলি যাত্রীদের নানা ধরনের অফার দিচ্ছে। এর অধীনে আহমেদাবাদ থেকে কলকাতার বিমানের টিকিট খুব কম দামে পাওয়া যাচ্ছে। জেনে নিন এই দুর্দান্ত অফার সম্পর্কে।

PREV
18
আহমেদাবাদ থেকে কলকাতা মাত্র ৪৯৪৮ টাকায়

goibibo অনুযায়ী, ১২ জুন আহমেদাবাদ থেকে কলকাতার জন্য ইন্ডিগো বিমান সংস্থার ইকোনমি ক্লাসের ভাড়া মাত্র ৪৯৪৮ টাকা।

28
১২ জুন ক'টায় ইন্ডিগোর ফ্লাইট?

১২ জুন ইন্ডিগোর এই ফ্লাইট রাত ১০ টায় আহমেদাবাদ থেকে উড্ডয়ন করে রাত ১২:৪০ মিনিটে কলকাতায় পৌঁছাবে।

38
১৩-১৪ জুনও আহমেদাবাদ থেকে ইন্ডিগোর ফ্লাইট

এছাড়াও, ১৩-১৪ জুন ইন্ডিগো বিমান সংস্থার ফ্লাইট সকাল ৬:০৫ মিনিটে আহমেদাবাদ থেকে উড়ে ৮:৪৫ এ কলকাতায় পৌঁছাবে।

48
১৪-১৫ জুন সকাল-রাতে আহমেদাবাদ থেকে কলকাতার ফ্লাইট

১৪-১৫ জুন আহমেদাবাদ থেকে কলকাতার জন্য ইন্ডিগোর আরও একটি ফ্লাইট রাত ১০ টায় উড়ে ১২:৪০ এ কলকাতায় পৌঁছাবে। এছাড়াও সকাল ৬:০৫ এও একটি ফ্লাইট আছে।

58
৪৯৪৮ টাকায় আহমেদাবাদ-কলকাতা টিকিট (১৬-১৯ জুন)

১৬ থেকে ১৯ জুনের মধ্যেও আহমেদাবাদ থেকে কলকাতার জন্য ইন্ডিগোর ফ্লাইট মাত্র ৪৯৪৮ টাকায় পাওয়া যাচ্ছে। তবে, এগুলির সময়সূচী আলাদা।

68
৫২৪৮ টাকায় Akasa Air এর ফ্লাইট

এছাড়াও ১৬ জুন Akasa Air এর ফ্লাইট আহমেদাবাদ থেকে সকাল ৫:২০ এ উড্ডয়ন করে সকাল ৭:৫০ এ কলকাতায় পৌঁছাবে। এর ইকোনমি ক্লাসের ভাড়া ৫২৪৮ টাকা।

78
ট্রেনে আহমেদাবাদ-কলকাতা ভাড়া ৫১৬৫ টাকা

আপনি যদি ট্রেনে আহমেদাবাদ থেকে কলকাতা ভ্রমণ করেন তবে শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের ফার্স্ট এসির ভাড়া ৫১৬৫ টাকা। আবার, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেসের সেকেন্ড এসিতে ৩১০০ টাকা লাগবে।

88
ট্রেনে লাগবে ৩৫ থেকে ৩৮ ঘণ্টা

আহমেদাবাদ থেকে কলকাতার জন্য ট্রেনে আপনার ৩৫ থেকে ৩৮ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে, বিমানে আপনি এই যাত্রা মাত্র আড়াই ঘণ্টায় সম্পন্ন করতে পাারবেন। 

Read more Photos on
click me!

Recommended Stories