মাথায় হাত গ্রাহকদের, জিওর পর এবার এয়ারটেলেও বন্ধ সস্তার রিচার্জ

Published : Aug 31, 2025, 10:32 PM IST
airtel recharge

সংক্ষিপ্ত

Airtel Recaharge Plan: রিলায়েন্স জিও এবং এয়ারটেল এই দুই টেলিকম সংস্থাই তাদের সংক্ষিপ্ত রিচার্জ প্ল্যান তুলে নিয়েছে। ফলে প্রিপেইড গ্রাহকদের কিছুটা সমস্যা হতে চলেছে।

Airtel: দেশের দু'টি বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং এয়ারটেল। এই দুই সংস্থা হঠাৎ কিছু সাশ্রয়ী রিচার্জ প্যাক বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে ২৪৯ টাকার প্ল্যানটি এয়ারটেলের গ্রাহকদের কাছে সাশ্রয়ী ও সুবিধাজনক প্যাক হিসেবে পরিচিত ছিল। কিন্তু হঠাৎ এই প্যাক বন্ধ করে দেওয়া হল। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তদের। কিন্তু হঠাৎ এই প্যাক বন্ধ করে দেওয়ার কারণ সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। দেশের দুই বৃহত্তম টেলিকম সংস্থা জিও ও এয়ারটেল তাদের সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যানগুলিতে বড় পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, এই দুই সংস্থা তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটিও বন্ধ করে দিয়েছে। ফলে কোটি কোটি গ্রাহক বিপাকে পড়েছেন।

এয়ারটেল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

সস্তার মাসিক প্ল্যান ব্যবহারকারীদের জন্য বিরাট দুঃসংবাদ নিয়ে এসেছে এয়ারটেল। আগে যেখানে ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যেত, সেখানে এখন তা কমিয়ে ১ জিবি করা হয়েছে। অর্থাৎ, মোট ডেটা ৪২ জিবি থেকে কমে দাঁড়িয়েছে ২৮ জিবিতে। ফলে গ্রাহকরা আগের তুলনায় মাসে ১৪ জিবি কম ডেটা পাবেন। এই ২৯৯ টাকার প্ল্যানে এখন প্রতিদিন ১ জিবি ডেটা ছাড়াও রয়েছে সীমাহীন লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা। একই সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস এবং বিনামূল্যে হ্যালোটিউনস দেওয়া হচ্ছে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। অন্যদিকে, এয়ারটেল তাদের ২৪৯ টাকার প্ল্যান বন্ধ করে দিয়ে গ্রাহকদের আরও চমকে দিয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যেত। বৈধতা ছিল ২৪ দিন।

নতুন কোনও প্ল্যান আনছে এয়ারটেল?

গ্রাহকদের সুবিধার জন্য এয়ারটেল নতুন কোনও প্ল্যান আনছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গ্রাহকদের ধরে রাখার জন্য নতুন কোনও প্ল্যান ঘোষণা করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে
আগামী সপ্তাহে কতদিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! জানুন দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির তালিকা