Airtel Recharge: মাসে মাসে বারবার রিচার্জ করা ঝামেলার কাজ। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে Airtel নিয়ে এল নতুন দীর্ঘমেয়াদি প্রিপেইড রিচার্জ প্ল্যান। জানুন, কী কী সুবিধা পাচ্ছেন এতে?
Airtel Recharge: টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতার বাজারে নতুন চমক Airtel-এর। গ্রাহকদের আরও সুবিধা দিতে সংস্থাটি চালু করল একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, যাকে তারা "truely unlimited" বলছেন। এবার বারবার রিচার্জের ঝক্কি এড়িয়ে রিচার্জ করুন এর দীর্ঘমেয়াদি প্ল্যান, আর পেয়ে যান চমকপ্রদ সব সুবিধা।
এই নতুন প্ল্যানের দাম রাখা হয়েছে মাত্র ৯২৯ টাকা। যার বদলে পেয়ে যাবেন -
* ৯০ দিনের প্ল্যান বৈধতা
* প্রতিদিন মিলবে ১.৫ জিবি হাই-স্পিড ডেটা
* আরও থাকবে আনলিমিটেড ভয়েস কল—লোকাল, এসটিডি এবং রোমিং সহ
* প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধাও থাকছে
* থাকছে Apollo 24/7 Circle মেম্বারশিপ - হেলথ চেক-আপ, টেলিমেডিসিন, ডিসকাউন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত
* Wynk Music -এ ফ্রি সাবস্ক্রিপশন - কোনো বিজ্ঞাপন ছাড়াই গান শুনতে পারবেন
* নিজের পছন্দের গান রিং ব্যাক টোন হিসেবে সেট করতে পারবেন HelloTunes -এ

* Airtel Xstream-এর কনটেন্ট অ্যাক্সেস
অতীতে অনেকেই অভিযোগ করেছেন, মাসে মাসে বারবার রিচার্জ করা ঝামেলার কাজ। সে কথা মাথায় রেখেই Airtel এই দীর্ঘমেয়াদী সুবিধার অফার এনেছে বলে মনে করা হচ্ছে।
কিছু সাধারণ প্রশ্নোত্তর
১। এই নতুন ৯২৯ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে?
প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, ১০০টি ফ্রি এসএমএস এবং অতিরিক্ত অ্যাপ সাবস্ক্রিপশন।
২। এই প্ল্যানের বৈধতা কতদিনের?
৯০ দিনের জন্য বৈধ থাকবে এই রিচার্জ।
৩। Apollo 24/7 Circle কি ধরনের পরিষেবা দেয়?
এটি একটি হেলথ-কেয়ার মেম্বারশিপ যা টেলিমেডিসিন, ডিসকাউন্টেড টেস্ট ও প্রেসক্রিপশন পরিষেবা দেয়।
৪। Airtel Xstream-এর মাধ্যমে কী ধরনের কনটেন্ট দেখা যায়?
সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ টিভি চ্যানেল সহ বহু কনটেন্ট এই অ্যাপে দেখা যায়।
৫। এই প্ল্যানটি কোথা থেকে রিচার্জ করা যাবে?
Airtel-এর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


