নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী কয়েক বছরের মধ্যে তাদের একাধিক ওয়্যার হাউজ থেকে ৫ লক্ষেরও বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে। কারণ, ম্যানেজমেন্ট চাইছে আরও বেশিমাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ হোক। তাই এবার তারা রোবট ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। একাধিক কর্মীর কাজ একটা রোবটিই করে দিতে পারবে। এর ফলে, মাসিক বেতন দেওয়ার কোনও ব্যাপার নেই। একবারই ইনভেস্টমেন্ট এবং মাঝে মাঝে শুধু রক্ষণাবেক্ষণ।