Amazon AI Robots: অ্যামাজনের ওয়্যার হাউজে আসছে AI রোবট বাহিনী! ৫ লক্ষ কর্মী ছাঁটাই?

Published : Oct 24, 2025, 03:10 PM IST

Amazon AI Robots: বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা অ্যামাজন এবার ৫ লক্ষেরও বেশি কর্মীর পরিবর্তে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে বলে সূত্রের খবর।

PREV
14
৫ লক্ষ কর্মীর বদলে এবার রোবট?

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী কয়েক বছরের মধ্যে তাদের একাধিক ওয়্যার হাউজ থেকে ৫ লক্ষেরও বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে। কারণ, ম্যানেজমেন্ট চাইছে আরও বেশিমাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ হোক। তাই এবার তারা রোবট ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। একাধিক কর্মীর কাজ একটা রোবটিই করে দিতে পারবে। এর ফলে, মাসিক বেতন দেওয়ার কোনও ব্যাপার নেই। একবারই ইনভেস্টমেন্ট এবং মাঝে মাঝে শুধু রক্ষণাবেক্ষণ। 

24
৭৫% অটোমেটিক ওয়্যার হাউজ?

অ্যামাজনের রোবোটিক্স বিভাগের তথ্য অনুযায়ী, ওয়্যার হাউজের প্রায় ৭৫% কাজ রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করার পরিকল্পনা চলছে। তার ফলে, মানুষের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। 

34
আরও লাভের পথে অ্যামাজন?

অ্যামাজনের হিসেব অনুযায়ী, রোবট ব্যবহার করে প্রতিটি প্রোডাক্টকে তোলা, প্যাকিং এবং ডেলিভারির জন্য প্রায় ৩০ সেন্ট তথা ২৬ টাকা করে সাশ্রয় করা সম্ভব। এমনকি, এই সংস্থাটি কর্মী ছাঁটাইয়ের জেরে সম্ভাব্য জনরোষ মোকাবিলা করার জন্যও প্রস্তুত রয়েছে বলে সূত্রের খবর।

44
প্রস্তুত অ্যামাজন

জানা যাচ্ছে, এই সংস্থাটি 'অটোমেশন'-এর পরিবর্তে 'অ্যাডভান্সড টেকনোলজি' এবং 'রোবট'-এর পরিবর্তে ‘কোবট’ অর্থাৎ, মানুষের সহযোগী রোবট শব্দ ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories