আমাজন প্রাইম ডে সেলে মোবাইলে, মিলবে আসবাবপত্রেও ছাড়, জেনে নিন বিস্তারিত

Published : Jul 03, 2025, 05:05 PM IST
Top selling earbuds Amazon

সংক্ষিপ্ত

আমাজন প্রাইম ডে সেলে মোবাইল, ইলেকট্রনিক্স, আসবাবপত্র সহ নানা পণ্যে আকর্ষণীয় ছাড়। ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই সেল। প্রাইম সদস্যরা ৪০% পর্যন্ত ছাড় পাবেন।

কেনাকাটাপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান। ১২ জুলাই থেকে শুরু হচ্ছে আমাজন প্রাইম ডে সেল। দুই দিনব্যাপী এই সেল চলবে ১৪ জুলাই পর্যন্ত। ৭২ ঘণ্টাব্যাপী এই সেলে শুধুমাত্র প্রাইম সদস্যরাই অংশগ্রহণ করতে পারবেন। স্মার্টফোন, ইলেকট্রনিক্স, বাড়ির জিনিসপত্র, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহ নানা ধরণের পণ্যে ছাড় পাওয়া যাবে।

স্যামসাং, লেনোভো, অ্যাপলের মতো নামীদামী ব্র্যান্ডগুলি এই সেলে অংশগ্রহণ করছে। ল্যাপটপ, ট্যাবলেট, হেডফোন, স্মার্টওয়াচ সহ বাজেট-বান্ধব ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রিমিয়াম গ্যাজেট, সবকিছুই এই সেলে পাওয়া যাবে। ৪০% পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিচ্ছে আমাজন। আমাজন ইতিমধ্যেই প্রি-ডিল শুরু করেছে। তবে এই প্রি-ডিলগুলি শুধুমাত্র প্রাইম সদস্যদের জন্য। সেল শুরু হওয়ার আগেই প্রাইম সদস্যরা সাইটে ঢুকে পণ্য কিনতে পারবেন।

আসবাবপত্র, বিছানা, আলমারি বা রিক্লাইনার কিনতে চাইলে এটি একটি সুবর্ণ সুযোগ। কারণ, বিভিন্ন নামীদামী আসবাবপত্র এবং হোম ডেকর ব্র্যান্ডগুলিতে কমপক্ষে ৫০% ছাড় দেওয়া হচ্ছে। প্রাইম সদস্যরা আইসিআইসিআই এবং এসবিআই ব্যাংক অফারের সুবিধা পাবেন। এছাড়াও ২৪ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই প্ল্যানের সুবিধাও পাবেন। 

আপনি যদি অনলাইন শপিং-এ আগ্রহী হন তাহলে দেরি না করে পছন্দের জিনিস নির্বাচন করতে থাকুন। আর তা রেখে দিন উইশলিস্টে। ১২ জুলাই থেকে বিস্তর কম দামে পাবেন এই সকল জিনিস। ল্যাপটপ, ট্যাবলেট, হেডফোন, স্মার্টওয়াচ পাবেন কম দামে। তেমনই আসবাবেও পাবেন ছাড়।  নামীদামী আসবাবপত্র এবং হোম ডেকর ব্র্যান্ডগুলিতে কমপক্ষে ৫০% ছাড় দেওয়া হবে। এরই সঙ্গে অনলাইন পেমেন্টে আছে সুবিধা। প্রাইম সদস্য যারা তারা এবার আইসিআইসিআই এবং এসবিআই ব্যাংক অফারের সুবিধা পাবেন। এখানেই শেষ নয়, ২৪ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই প্ল্যানের সুবিধাও পাবেন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত