এটিএম থেকে কতবার আপনি বিনামূল্যে টাকা তুলতে পারবেন? জেনে নিন বিশদে

একটি এটিএম অ্যাকাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ কত টাকা তোলা যায়?

Subhankar Das | Published : Oct 22, 2024 2:41 PM IST

অধিকাংশ মানুষ এখন আর নগদ টাকা সাথে রাখেন না। এটিএম সুবিধার কারণে কার্ডই এখন সকলের প্রধান মাধ্যম। এটিএমের ব্যবহার বৃদ্ধি পাওয়ায়, দেশের বিভিন্ন ব্যাংকের চার্জ ও সীমা সম্পর্কে জানা প্রয়োজন। কারণ প্রতিটি ব্যাংকের চার্জ ভিন্ন।

এটিএম উত্তোলনের সীমা কী?

Latest Videos

একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ কত টাকা তোলা যায় তাকেই এটিএম উত্তোলনের সীমা বলে। ব্যাংক এবং অ্যাকাউন্টের ধরন অনুযায়ী এই সীমা ভিন্ন হয়ে থাকে। সাধারণত, ব্যাংকভেদে ২০,০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করা যায়।

প্রধান ব্যাংকগুলোর সীমা জেনে নিন

এসবিআই

উত্তোলনের সীমা: ৪০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত।

এটিএম চার্জ: এসবিআই এর এটিএম থেকে ৫ টি লেনদেন বিনামূল্যে। এরপর প্রতি লেনদেনে ২০ টাকা এবং জিএসটি প্রযোজ্য।

এইচডিএফসি

উত্তোলনের সীমা: ২৫,০০০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত।

এটিএম চার্জ: এইচডিএফসি এটিএম থেকে ৫ টি লেনদেন বিনামূল্যে। এরপর প্রতি লেনদেনে ২১ টাকা এবং জিএসটি প্রযোজ্য।

আইসিআইসিআই ব্যাংক

উত্তোলনের সীমা: ২৫,০০০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত।

এটিএম চার্জ: আইসিআইসিআই এটিএম থেকে ৫ টি লেনদেন বিনামূল্যে। এরপর প্রতি লেনদেনে ২০ টাকা এবং জিএসটি প্রযোজ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
'জাগুন আপনারা! ওরা বাড়ছে, আমরা কমছি' মা কালীর কাছে কি চাইলেন শুভেন্দু! তোলপাড়! | Suvendu Adhikari
এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja