পুজোর আগে রক্তাক্ত শেয়ার বাজার! হুড়মুড় করে পড়ল সূচক, মাথায় হাত লগ্নিকারীদের

Published : Sep 30, 2024, 06:12 PM IST
Share Market Loss

সংক্ষিপ্ত

ব্যাপক পতন শেয়ার বাজারে (Share Market)। লগ্নিকারীদের কার্যত মাথায় হাত।

ব্যাপক পতন শেয়ার বাজারে (Share Market)। লগ্নিকারীদের কার্যত মাথায় হাত।

সোমবার ৩০ সেপ্টেম্বর, সপ্তাহের প্রথম কাজের দিনই হাজার পয়েন্টের বেশি নেমে গেল সেনসেক্স (Sensex)। সেইসঙ্গে, ১.৪১ শতাংশ কমেছে নিফটিও (Nifty)। ফলে, ২৬ হাজারের নীচে চলে এসেছে শেয়ার সূচক।

এদিন বাজার রক্তাক্ত হওয়ার দরুণ, প্রায় ২.৭৩ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। বোম্বে স্টক এক্সচেঞ্জে (Bombay Stock Exchange) তালিকাভুক্ত সংস্থাগুলির মূলধন কমেছে আনুমানিক ৪৫০ লক্ষ কোটি টাকা।

পুজোর মুখে এই তীব্র পতনের নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। গত সপ্তাহেই চড়চড়িয়ে বেড়েছিল সেনসেক্স এবং নিফটি। ফলে, বিনিয়োগের অঙ্ক বাড়িয়ে দেন অনেক খুচরো লগ্নিকারী। তবে শেয়ারের উচ্চ মূল্যায়ণ নিয়ে তাদের মধ্যে যথেষ্ট আশঙ্কা রয়েছে। যার প্রভাবে শেয়ারের দামে পতন দেখা গেছে বলে মনে করছেন একাধিক আর্থিক বিশ্লেষক।

তাছাড়া সাম্প্রতিককালে চিনের বেশকিছু পদক্ষেপ বিদেশি লগ্নিকারীদের আকৃষ্ট করেছে। গত শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ভারতের ঘরোয়া বাজারে ১ হাজার ২০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে দেন বিদেশি বিনিয়োগকারীরা।

আর এদিন বাজার খোলার পরেই তার প্রভাব গিয়ে পড়ে সেনসেক্স ও নিফটির উপর। এছাড়া পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল-হিজ়বুল্লার মধ্যে চলা সংঘর্ষও শেয়ার বাজারের পতনের কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সোমবার, বাজার বন্ধ হওয়ার পর দেখা যায়, ৮৪,২৯৯.৭৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। অর্থাৎ, বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নেমেছে ১,২৭২.০৭ পয়েন্ট। এতে ১.৪৯ শতাংশ পতন দেখা গেছে। অন্যদিকে, ২৫,৮১০.৮৫ পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যায় নিফটির গ্রাফ। অর্থাৎ, ৩৬৮.১০ পয়েন্ট পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচকও।

সবমিলিয়ে, বলা যেতে পারে শেয়ার বাজারে রেকর্ড পতন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সিনিয়র সিটিজেনদের জন্য বড় খবর, ফিক্সড ডিপোজিটে মিলছে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন
ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ