সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন করে KYC করতে হবে! না হলেই পড়তে হবে একাধিক সমস্যায়

Published : Feb 22, 2025, 05:21 PM IST

ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে হলে কেওয়াইসি অত্যন্ত জরুরি। বর্তমানে এটি বাধ্যতামূলকও। বছরে একবার KYC আপডেট করার কথা বলা হয়েছে ব্যাঙ্ক রুলে। 

PREV
110
KYC জরুরি

ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে হলে কেওয়াইসি অত্যন্ত জরুরি। বর্তমানে এটি বাধ্যতামূলকও। বছরে একবার KYC আপডেট করার কথা বলা হয়েছে ব্যাঙ্ক রুলে।

210
KYC না হলে

সকল গ্রাহকদের নিজেদের ব্যাংকে গিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এই কাজ সম্পন্ন করতে হয় আর না হলে কোন ধরণের অনলাইন বা অফলাইন লেনদেন করা সম্ভব হয় না।

310
KYC-র নতুন নিয়ম

এখন শুধুমাত্র এই কেওয়াইসি ব্যাংকের মধ্যে সীমিত নয় আর এই কারণের জন্য এখন যে কোন ধরণের সরকারি প্রকল্প , রান্নার গ্যাস ইত্যাদি ক্ষেত্রেও এই কাজ করা বাধ্যতামুলক করা হয়েছে।

410
কারণ

সমাজের দুর্নীতি রোধ করার জন্য খুবই দরকার, কারণ অনেকেই দুর্নীতি করার মাধ্যমে গরিবদের পাওনা নিজেরা নিয়ে নিচ্ছে।

510
নতুন আয়কর আইনে সমস্যা

সরকারের বক্তব্য অনুসারে এই ব্যবস্থা শুরু হলে ব্যাংক, বীমা, শেয়ার বাজার, মোবাইল কানেকশন, রান্নার গ্যাস ও রেশন কার্ড সহ আরও অনেক ধরণের কাজের ক্ষেত্রে এবারে আর সমস্যা থাকবে না এবং নতুন আয়কর আইন আনা হলে তাতে এর দরকারি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে বলেই মনে করছেন অনেকেই।

610
নতুন আয়কর আইন

বিশেষজ্ঞরা মনে করছেন নতুন আয়কর আইন চালু হওয়ার আগেই ব্যাঙ্কে গিয়ে KYC করিয়ে নেওয়া জরুরি। না হলে টাকা লেনদেন করতে সমস্যা হতে পারে।

710
অনলাইন KYC

বর্তমানে অনেক জায়গায় অনলাইন KYC হয়। তারও ব্যবস্থা করতে পারেন।

810
নতুন আয়কর আইন

সংসদে নতুন আয়কর বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সেই বিলের ওপর আলোচনার পরই তা পাশ হবে।

910
নতুন আয়ক আইন

নতুন আয়কর আইন চালু হলে গ্রাহকদের সুবিধের জন্য একধিক নতুন নিয়ম বা ব্যবস্থাও চালু করা হবে। আর সেই কারণে এখন থেকেই KYC করে রাখাই শ্রেয়।

1010
KYC না হলে সমস্যা

ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC না করা হলে যে কোনও লেনদেন বন্ধ হতে পারে। পাশাপাশি যে কোনও সরকারি প্রকল্পের সুবিধে থেকেও বঞ্চিত হতে পারেন আপনি

click me!

Recommended Stories