ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড় ব্যালেন্স কীভাবে হিসেব করা হয় জানেন? ন্যূনতম টাকা না রাখলেই জরিমানা

Published : Aug 12, 2025, 10:49 AM ISTUpdated : Aug 12, 2025, 10:55 AM IST

Monthly Average Balance: জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যদি না হয়, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) ন্যূনতম ব্যালেন্স রাখতেই হয়। যদি ব্যাঙ্ক নির্ধারিত অঙ্কের চেয়ে কম টাকা থাকে, তাহলে গ্রাহকদের জরিমানা করা হয়। ফলে নিয়ম জেনে রাখা ভালো।

PREV
16
ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে গড় ব্যালেন্স কীভাবে হিসেব করা হয় জানেন?

ব্যাঙ্ক অ্যাকাউন্টের গড় ব্যালেন্স

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতেই হয়। না হলে সংশ্লিষ্ট গ্রাহককে জরিমানা দিতে হয়। ব্যাঙ্কগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে প্রতি মাসে গড় ব্যালেন্স হিসেব করে। প্রতিদিনের শেষে গ্রাহকদের অ্যাকাউন্টে কত টাকা আছে, তা যেমন হিসেব করা হয়, তেমনই সেই মাসে কত দিন আছে, তাও হিসেবের মধ্যে ধরা হয়। সংশ্লিষ্ট মাসে ৩০ বা ৩১ দিন থাকলে তা দিয়ে প্রতিদিনের শেষে ব্যালেন্স ভাগ করা হয়। এভাবেই গড় ব্যালেন্স হিসেব করা হয়।

DID YOU KNOW ?
ন্যূনতম গড় ব্যালেন্স
সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্স একরকম হয় না। তাই ঠিকমতো হিসেব করা জরুরি। না হলে জরিমানা দিতে হতে পারে।
26
প্রতি মাসে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ৫,০০০ টাকা রাখতে হয়, তাহলে কী করতে হবে?

কীভাবে হিসেব করবেন?

কোনও মাসের প্রথম ৫ দিন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ৩,০০০ টাকা করে থাকে, তাহলে গড় হিসেব হবে ১৫,০০০ টাকা। এরপর ৬ থেকে ১৫ তারিখ পর্যন্ত যদি প্রতিদিন ৪,০০০ টাকা করে থাকে, তাহলে গড় হিসেব হবে ৪০,০০০ টাকা। ১৬ থেকে  ১৯ তারিখ পর্যন্ত যদি প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭,০০০ টাকা করে থাকে, তাহলে গড় হিসেব হবে ২৮,০০০ টাকা। ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত যদি প্রতিদিন ৪,০০০ টাকা করে থাকে, তাহলে গড় হিসেব হবে ৩২,০০০ টাকা। ফলে মাসের প্রথম ২৭ দিনে গড় ব্যালেন্স হবে ১,১৫,০০০ টাকা। প্রতিদিনের হিসেবে গড় ব্যালেন্স হবে ৪,২৫৯.২৫ টাকা। সেক্ষেত্রে শেষ কয়েকদিন বেশি টাকা রাখতে হবে।

৩১
প্রতি মাসে ৩০ বা ৩১ দিন হিসেব করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হয়
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্সের চেয়ে কম টাকা থাকলেই জরিমানা দিতে হয়। তাই ভালোভাবে হিসেব করে নেওয়া জরুরি।
36
মাসের শেষ ৩-৪ দিন কীভাবে ন্যূনতম গড় ব্যালেন্স বজায় রাখতে পারবেন?

গড় ব্যালেন্সের হিসেব

কোনও মাসের প্রথম ২৭ দিনে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড় ন্যূনতম ব্যালেন্স না থাকে, তাহলে ৩১ দিনের মাস হলে, শেষ ৪ দিন ১০,০০০ টাকা করে রাখতে হবে। তাহলেই হিসেব ঠিক হয়ে যাবে। তবে যদি ৩০ দিনের মাস হয়, তাহলে আবার হিসেব বদলে যাবে। মাসের প্রথম ২৭ দিনের গড় ব্যালেন্স হিসেব করে শেষের দিনগুলির ব্যালেন্সের হিসেব করতে হবে। এই হিসেবে ভুল হলেই জরিমানা করতে পারে ব্যাঙ্ক। ফলে সতর্ক থাকা জরুরি।

46
ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে গড় ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত কম টাকা থাকে, ততই জরিমানা দিতে হয়

কত জরিমানা করে ব্যাঙ্ক?

বিভিন্ন ব্যাঙ্কে প্রতি মাসে গড় ন্যূনতম ব্যালেন্সের হিসেব আলাদা হয়। সাধারণত সরকার অধিগৃহীত ব্যাঙ্কের চেয়ে বেসরকারি ব্যাঙ্কে প্রতি মাসে অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্স হিসেবে বেশি টাকা রাখতে হয়। শহরাঞ্চল, শহরতলি ও গ্রামাঞ্চলের হিসেবও আলাদা হয়। কোন ধরনের সেভিংস অ্যাকাউন্ট আছে, তাও হিসেবের মধ্যে ধরা হয়। ন্যূনতম ব্যালেন্সের চেয়ে কত কম টাকা থাকছে, তার ভিত্তিতেই জরিমানা দিতে হয়। ফলে ঠিকমতো হিসেব করে গড় ন্যূনতম ব্যালেন্স বজায় রাখাই ভালো।

56
প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্স বজায় রাখতে হলে কী করা প্রয়োজন?

ন্যূনতম গড় ব্যালেন্স বজায় রাখার উপায় কী?

আর্থিক বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড় ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হলে একাধিক অ্যাকাউন্ট খোলা উচিত নয়। একটাই অ্যাকাউন্ট থাকলে হিসেব করতে সুবিধা হবে। প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্টে টাকা রাখা যাবে। মাসের শুরুতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা রেখে দিলে গড় হিসেব ভালো জায়গায় থাকবে। তাহলে পরে সামান্য টাকা তুলে নিলেও মাসের শেষে চিন্তা করতে হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে নেওয়ার বদলে প্রয়োজন অনুযায়ী ডেবিট কার্ড বা ইউপিআই-এর মাধ্যমে খরচ করলে সুবিধা হয়।

66
প্রতি মাসে হিসেব করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখলে জরিমানা দিতে হয় না

সহজ করে নিন জটিল হিসেব

যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে, সেখানে প্রতি মাসে ন্যূনতম কত টাকা রাখতে হবে, আগে সেই হিসেব করে নিতে হবে। তারপর সেই অনুযায়ী টাকা রাখতে হবে। টাকা তুলে নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কত টাকা তুলছেন, তার ভিত্তিতেই প্রয়োজন অনুযায়ী আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রেখে দিতে হবে। না হলে মাসের শেষে জরিমানা দিতে হবে। অপ্রয়োজনে জরিমানা দেওয়ার বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখাই ভালো।

Read more Photos on
click me!

Recommended Stories