৩১ মে-র মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা রাখতেই হবে? গ্রাহকদের জন্য নয়া নির্দেশ জারি

Published : May 09, 2025, 10:37 AM IST

নয়া নিয়ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এই বিশেষ নিয়ম না মানলে পরে বড় সমস্যায় পড়তে হতে পারে গ্রাহককে। কী সেই নিয়ম? মে মাস থেকেই কী লাগু হবে এই নিয়ম? কাদের সতর্ক হতে হবে?

PREV
112

কড়া নিয়ম জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

212

মে থেকেই জারি হতে পারে নিয়ম

312

ব্যাঙ্কগুলি জানিয়েছে ৩১ মে-র মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে থাকতেই হবে!

412

তা না হলেই মোটা টাকা জরিমানা করা হতে পারে!

512

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এই বিশেষ নিয়ম না মানলে পরে বড় সমস্যায় পড়তে হতে পারে গ্রাহককে।

612

কী সেই নিয়ম? মে মাস থেকেই কী লাগু হবে এই নিয়ম? কাদের সতর্ক হতে হবে?

712

ব্যাঙ্কের তরফে বলা হয়েছে যদি ৩১ মে তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৩৬ টাকা না থাকে, তাহলে বড় সমস্যায় পড়তে হতে পারে।

812

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমাতে বিনিয়োগ করলে এই টাকা আপনার অ্যাকাউন্টে থাকা দরকার।

912

যদি এই তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৩৬ টাকা না থাকে, তাহলে আপনার বীমা অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং আপনি এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন না।

1012

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) প্রকল্পটি ২০১৫ সালে চালু হয়েছিল। এতে, মাত্র ৪৩৬ টাকা বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করে, আপনি ২ লক্ষ টাকার জীবন বীমা কভার পাবেন।

1112

এই বীমা যেকোনো কারণে মৃত্যুকে কভার করে। এটি এক বছরের পরিকল্পনা এবং আপনাকে প্রতি বছর এটি নবায়ন করতে হবে। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে বীমার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।

1212

তাই সতর্ক হতেই হবে গ্রাহকদের!

click me!

Recommended Stories