৯ ডিসেম্বর (মঙ্গলবার)- এদিন কোচি এবং তিরুবনন্তপুরমের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০২৫ সালের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের কারণে ব্যাংক ছুটি।
১২ ডিসেম্বর, শুক্রবার- শুক্রবার মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। পা টোগান নেংমিঞ্জা সাংমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্কের দরজা সকলের জন্য বন্ধ থাকবে।
১৩ ডিসেম্বর, শনিবার- এদিন দ্বিতীয় শনিবারের কারণে, ১৩ ডিসেম্বর সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৪ ডিসেম্বর, রবিবার- রবিবারের কারণে, ১৪ ডিসেম্বর সারা দেশে ব্যাংক ছুটি থাকবে।