বিদেশী সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে
বিদেশে সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আইটিআর দাখিল করতে হবে।
১ কোটি টাকার বেশি ব্যাংক লেনদেন
কোন ব্যক্তি তার সঞ্চয় বা ওভারড্রাফ্ট অ্যাকাউন্টে ₹১ কোটি বা তার বেশি লেনদেন করলে, আইটিআর দাখিল করতে হবে।
বিদেশ ভ্রমণের খরচ ₹২ লাখের বেশি
কোন ব্যক্তি বা তার পক্ষ থেকে কেউ বিদেশ ভ্রমণে ₹২ লাখ বা তার বেশি খরচ করলে, আইটিআর দাখিল জরুরি।
বিদ্যুৎ বিল ₹১ লাখের বেশি
কোন ব্যক্তির বাড়ির বিদ্যুৎ বিল বছরে ₹১ লাখ ছাড়িয়ে গেলে, তাকেও আইটিআর দাখিল করতে হবে।