নতুন বছরের শুরু থেকেই করে ফেলুন সেভিংস প্ল্যান, টাকা জমাবেন কীভাবে? রইল টিপস

Published : Dec 27, 2025, 12:09 PM IST

Best SIP Strategy to Start in January 2026: নতুন বছরের শুরু থেকেই অর্থ সঞ্চয়ে মনযোগী হতে চাইছেন? কিন্তু বুঝতে পারছেন না কীভাবে টাকা জমাবেন? রইল কিছু সহজ টিপস। দেখুন ফটো গ্যালারিতে….

PREV
15
নতুন বছরে অর্থ সঞ্চয়ের টিপস

যথেষ্ট টাকা উপার্জন করেও মাসের শেষে টাকা ধরে রাখতে পারছেন না! মাসের শেষ সপ্তাহের পাঁচটা দিন পকেটে টান-টান উত্তেজনা। সামলে চলতে হচ্ছে। কিন্তু কীভাবে সারামাস ব্যাগে প্রয়োজনীয় অর্থ রাখবেন যা আপনাকে অসময়ে সাথ দেবে। নতুন বছরের শুরু থেকেই একটা সুন্দর সেভিংস প্ল্যান করে ফেলুন দেখবেন বছরভর টাকার অভাব হবে না আপনার। 

25
এসআইপি করতে পারেন

আপনি যদি টাকা জমাতে পছন্দ করেন তাহলে আপনার জন্য ইনভেস্টমেন্টের সবথেকে ভালো প্ল্যান হলো এসআইপি করা। আপনি মাত্র ১০০০ টাকা থেকে আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে এসআইপি-র জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। 

35
ফিক্সড ডিপোজিট

এছাড়াও আপনি যদি সেভিংস করতে চান তাহলে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখলে তার উপর সুদ পাবেন আপনি। ফলে অসময়ে কখনও টাকার দরকার পড়লে অ্যাকাউন্ট ভাঙতেও পারবেন।

45
পোস্ট অফিসে রেকারিং

স্বল্প সঞ্চয়ের সবথেকে বিশ্বস্ত ঠিকানা হলো পোস্ট অফিস। আপনি চাইলে নতুন বছরের শুরু থেকে পোস্ট অফিসে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও পোস্ট অফিসে রেকারিং, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ নানাধরণের স্কীম চালু রয়েছে। যেগুলিতে টাকা রাখলে আপনি ভালো রিটার্ন পাবেন। 

55
স্বল্প সঞ্চয়

এছাড়াও নতুন বছর ২০২৬ সালের শুরুটা যদি আপনি স্বল্প সঞ্চয় দিয়ে শুরু করতে চান তাহলে সবার আগে যেটা করতে হবে তা হলো--মানি ম্যানেজ প্ল্যানিং। বছরভর কীভাবে চলবেন তার প্ল্যানিং আগে থেকেই সেরে রাখুন। যদিও সব সময় পরিকল্পনা মাফিক সব কাজ হয় না। তবুও আগেভাগে সেভিংস প্ল্যান থাকলে অসময়ে  বিপদ থেকে বাঁচবেন। 

Read more Photos on
click me!

Recommended Stories