- Home
- World News
- United States
- গ্রিনকার্ড থাকলেই বাস করা যাবে না আমেরিকায়! ১৯ দেশের জন্য কড়া পদক্ষেপ ট্রাম্প সরকারের
গ্রিনকার্ড থাকলেই বাস করা যাবে না আমেরিকায়! ১৯ দেশের জন্য কড়া পদক্ষেপ ট্রাম্প সরকারের
USA Green Card Rules: আমেরিকায় এবার চাইলেই থাকা যাবে না স্থায়ী ভাবে। গ্রিনকার্ডধারীদের জন্য আরও কঠোর হচ্ছে মার্কিনযুক্তরাষ্ট্রের নিয়মকানুন। বদল আসছে একাধিক। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

গ্রিন কার্ডধারীদের জন্য কড়া পদক্ষেপ
নতুন বছরের শুরুর আগে থেকেই আমেরিকায় বসবাসরত অভিবাসীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন করে সম্প্রসারিত সীমান্ত নীতিমালার আওতায় এখন থেকে গ্রিন কার্ডধারীদেরও (স্থায়ী বাসিন্দা) আগের চেয়ে অনেক বেশি নিবিড় পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গিয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মার্কিন বর্ডার এনফোর্সমেন্ট এজেন্সিগুলো তাদের স্ক্রিনিং প্রক্রিয়া আরও জোরালো করেছে। আগে গ্রিন কার্ডধারীরা কিছুটা শিথিল প্রক্রিয়ায় যাতায়াত করতে পারলেও, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তাদের নথিপত্র এবং পূর্বের ভ্রমণ ইতিহাস অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করা হচ্ছে।
কেন এই বাড়তি কড়াকড়িু?
ট্রাম্পের দেশে প্রবেশ এবং প্রস্থানের ক্ষেত্রে অভিবাসন নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে মার্কিন ‘কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন’ (CBP) বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আমেরিকার প্রতিটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে (প্রবেশ ও বহির্গমন পথ) সমস্ত অ-মার্কিন নাগরিকের ছবি তোলা বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন পর্যন্ত নির্দিষ্ট কিছু বয়সের যাত্রীদের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় ছাড় ছিল। তবে নতুন নির্দেশিকায় সেই সব বিশেষ সুবিধাও তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নিয়মের প্রধান পরিবর্তন
সার্বজনীন ছবি গ্রহণ:- মার্কিন নাগরিক নন এমন প্রত্যেক ব্যক্তিকে সীমান্তে ছবি তুলতে হবে।
বয়সের ছাড় বাতিল:- আগে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এই প্রক্রিয়ার আওতামুক্ত ছিলেন। এখন থেকে তাদেরও বাধ্যতামূলকভাবে ছবি তুলতে হবে।
প্রবেশ ও প্রস্থান:- এই নিয়ম শুধুমাত্র আমেরিকায় ঢোকার সময় নয়, বরং দেশ ছাড়ার সময়ও কার্যকর হবে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং পরিচয় জালিয়াতি রুখতেই এই বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পরিধি বাড়ানো হয়েছে। এর ফলে পর্যটক, শিক্ষার্থী এবং কর্মসংস্থান বা অন্য কোনও কারণে এদেশে আসা বিদেশি নাগরিকদের সীমান্তে অতিরিক্ত সময় ব্যয় করতে হতে পারে।
১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের জন্য কড়া নজরদারি
এবার থেকে ১৯টি নির্দিষ্ট দেশের নাগরিকদের দেওয়া 'গ্রিন কার্ড' বা স্থায়ী বসবাসের অনুমতিপত্র আরও নিবিড়ভাবে যাচাই (Intensified Review) করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, হাইতি, ইরান, সোমালিয়ার মতো দেশগুলি।
নিরাপত্তার ফাঁকফোকর বন্ধে কড়া পদক্ষেপ
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (USCIS) জানিয়েছে, অতীতে এই দেশগুলোর নাগরিকদের গ্রিন কার্ড অনুমোদনের ক্ষেত্রে যে পদ্ধতি এবং স্ক্রিনিং বা যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, তাতে বেশ কিছু ত্রুটি ও উদ্বেগের বিষয় ধরা পড়েছে। সেই নিরাপত্তার ফাঁকফোকর বন্ধ করতেই এই 'এনহ্যান্সড রিভিউ' বা বর্ধিত পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার থেকে আমেরিকায় পাকাপাকি ভাবে থাকার ক্ষেত্রে আরও কড়া পরীক্ষার মুখে পড়তে হবে বিদেশি নাগরিকদের।

