Best Stocks to Buy: ১ লক্ষ টাকা থেকে হয়ে গেল ৩.৫ লক্ষ টাকা? বিনিয়োগকারীদের কপাল খুলে দিল এই স্টক

Published : Jun 24, 2025, 02:16 PM ISTUpdated : Jun 24, 2025, 07:37 PM IST

Best Stocks to Buy: স্টক মার্কেটে বিনিয়োগ করে আজকাল অনেক মানুষ লাভবান হতে চান (share market news live)।

PREV
110
সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করতে পারলে

অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)।

210
আসলে শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে

যে স্টকগুলিতে বিনিয়োগ করে লাখপতি হয়েছেন অনেকেই (multibagger stocks in 2025)।

310
আজ সেইরকমই একটি স্টক নিয়ে কথা বলব

যেটি ভারতীয় শেয়ার বাজারে রীতিমতো ব্যতিক্রমী পারফরম্যান্স দেখিয়েছে। এমনিতেই 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) পর থেকে ডিফেন্স শেয়ারগুলিতে দুরন্ত গতি দেখা গেছে।

410
ভারতের বাজারে এমন একটি স্টক রয়েছে

যেটি  বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। স্টকটির নাম কী (indian stock market)?

510
স্টকটির নাম হল অ্যাক্সিসকেডস টেকনোলজিস লিমিটেড (AXISCADES Technologies Limited)

যে স্টকটি গত ৭ মাসে তার বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে।

610
গত ২০২০ সালের মার্চ মাসে, অ্যাক্সিসকেডস টেকনোলজিসের শেয়ারের দাম ছিল মাত্র ৩০ টাকা

এদিকে গত ২০২৪ সালের জানুয়ারি মাসে, বিএসই-তে এটি সর্বোচ্চ ৭৯৮ টাকায় পৌঁছে গেছিল। এমনকি, চলতি বছরের ২০ জুন, ইন্ট্রাডে ট্রেডে এই স্মাইল-ক্যাপ স্টকটি ১,৪৭৯ টাকার নতুন মাইলস্টোন স্পর্শ করেছে (sensex today live)।

710
সেইসঙ্গে, এই স্টকটি গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তর থেকে প্রায় ২৫১% লাফ দিয়েছে

অর্থাৎ, গত ২০২৪ সালের নভেম্বর মাসে, এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে আজ তার পরিমাণ গিয়ে দাঁড়াত ৩.৫ লক্ষ টাকারও বেশি (axiscades engineering technologies share price target)।

810
বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি

সম্প্রতি, ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানি Indra-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে AXISCADES Technologies Limited। এই অংশীদারিত্বের অধীনে সেই কোম্পানিটি AXISCADES-এর থেকে প্রতিরক্ষা সম্পর্কিত প্রোডাক্ট এবং সার্ভিস কিনবে। 

910
গত ১৬ জুন, প্যারিসে একটি এয়ার শো-তে দুটি কোম্পানির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়

উভয় সংস্থারই লক্ষ্য হল, যৌথভাবে পাল্টা পরিমাপের একটি ব্যবস্থা তৈরি করা (axiscades engineering technologies share)। 

1010
এটি সম্ভাব্য একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে বিমানকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে

এদিকে ২০২৪-২৫ অর্থবছরে, ACTL-এর মোট রাজস্ব ছিল ১,০৩১ কোটি টাকা। যা FY24-এর ৯৫৫ কোটি টাকার চেয়েও ৭.৯% বেশি।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories