Best Stocks to Invest: এই পাঁচটি স্টকে বিনিয়োগ করলেই জীবন খুশি! মিলছে বিশাল রিটার্ন?

Best Stocks to Purchase: যারা শেয়ার বাজারে বিনিয়োগ (Share Market Investment) করে থাকেন, তারা অনেকেই কম সময়ে ভালো রিটার্ন আশা করে থাকেন। 

Subhankar Das | Updated : Apr 04 2025, 10:33 PM IST
110
এই মুহূর্তে বাজারে ওঠানামা লেগেই আছে

কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও পাঁচটি ষ্টক কিন্তু বেশ ভালো রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের।

210
ব্রোকারেজ ফার্ম কোটাক সিকিউরিটি ১ এপ্রিল, একটি প্রতিবেদনে সামনে এনেছে

সেখানে তারা এমন পাঁচটি স্টকে ইনভেস্ট করার পরামর্শ দিয়েছে, যা বিনিয়োগকারীদের অনেক উপকৃত করতে পারে বলে ধারণা অনেকের।

310
প্রথমেই আছে অ্যাপোলো হাসপাতাল

অ্যাপোলো হাসপাতালের শেয়ারের জন্য তারা ৮,১৮৯ টাকা টার্গেট নির্ধারণ করেছে। 

410
ব্রোকারেজ ফার্ম কী বলছে?

কোম্পানিটির মার্জিন, টানা সপ্তম ত্রৈমাসিকেও বেশ উন্নতি করছে, যা সত্যিই একটি ইতিবাচক লক্ষণ (best stocks to invest now)।

510
অ্যাম্বার এন্টারপ্রাইজ

কোটাক সিকিউরিটিজ এই স্টকটির টার্গেট প্রাইস ৭,৮০০ টাকা নির্ধারণ করেছে। 

610
তাদের বিশ্বাস,গরমে আগামী দিনে এসি রুমের চাহিদা ব্যাপকভাবেই বাড়তে পারে

তাই এর স্টকে সম্ভাবনা রয়েছে। ফলে, প্রায় ৯% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

710
ইউনিয়ন ব্যাঙ্ক

কোটাক সিকিউরিটিজ এই স্টকটির জন্য ১৫৫ টাকা টার্গেট প্রাইস দিয়েছে। 

810
তবে এটি প্রায় ২৩% বাড়বে বলেই আশা করা হচ্ছে

কোটাক জানিয়েছে, এই শেয়ারটির বর্তমান ভ্যালুয়েশন যথেষ্ট আকর্ষণীয় জায়গায় রয়েছে (best stocks to buy in 2025)। 

910
আদানি পোর্টস

কোটাক সিকিউরিটিজ আদানি পোর্টসকে ১৫৭০ টাকার টার্গেট প্রাইস দিয়েছে। অর্থাৎ, এই স্টকটির প্রায় ৩২% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। 

1010
টা কনজিউমার প্রোডাক্ট

একলাফে ৪% পেরিয়ে গেছে টাটা কনজিউমার প্রোডাক্টের শেয়ার। এনএসই ইনফ্রাডেতে টাটা কনজিউমার প্রোডাক্টের শেয়ার প্রতি ৮.১৫% বেড়ে গিয়ে হয়েছে ১০৭৩.১৫ টাকা।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos