রেশন কার্ডে বড় পরিবর্তন! এই নয়া নিয়ম অবশ্যই প্রত্যেক কার্ড হোল্ডারদের জানা প্রয়োজন

রেশন কার্ডে চাল ও গম বরাদ্দের নিয়মে পরিবর্তন এসেছে। ১ নভেম্বর থেকে কার্যকর নতুন নিয়ম অনুযায়ী, চালের পরিমাণ কমে আড়াই কেজি এবং গমের পরিমাণ বেড়ে আড়াই কেজি হয়েছে। অন্ত্যোদয় কার্ডের বরাদ্দও পরিবর্তিত হয়েছে।

গরীবদের মুখে দুই মুঠো খাবার পৌঁছে দিতেই সরকারের এই উদ্যোগ। দেশের বিপুল সংখ্যক মানুষ এই রেশনের ওপর নির্ভরশীল। এবার রেশন কার্ড নিয়ে বড় খবর। রেশন কার্ডে শস্য বরাদ্দের নিয়ম বদলেছে। রেশনে পাওয়া চাল ও গমের পরিমাণে পরিবর্তন এসেছে। ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। কেন্দ্র জানিয়েছে, রেশন কার্ডে বরাদ্দকৃত চাল ও গমের পরিমাণ পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে রেশনে কম চাল পাওয়া যাবে। বাড়ছে গম বরাদ্দ। ডিসেম্বর থেকে সমস্ত রেশন দোকানকে এই নিয়ম কার্যকর করতে বলা হয়েছে।

রেশনে কত কেজি চাল পাওয়া যাবে?

Latest Videos

আগে রেশন কার্ডে তিন কেজি চাল পাওয়া যেত। দুই কেজি গম পাওয়া গেছে। তবে চলতি মাস থেকে রেশনে তিন কেজির পরিবর্তে আড়াই কেজি চাল পাওয়া যাবে। এর বিনিময়ে বাড়ানো হয়েছে গম বরাদ্দ। এবার থেকে দুই কেজির পরিবর্তে আড়াই কেজি গম পাওয়া যাবে। রেশনে চাল ও গমের পরিমাণ সমান করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

অন্ত্যোদয় কার্ডেও বরাদ্দ পরিবর্তন-

রেশন অন্ত্যোদয় কার্ডের নিয়ম, যা 35 কেজি পর্যন্ত শস্য সরবরাহ করে, এছাড়াও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই কার্ডধারীরা মাসে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম পাবেন। এর আগে ৩০ কেজি চাল ও ১৪ কেজি গম দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এক মাস আগে, কেন্দ্র ৯টি রাজ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনার অধীনে চাল এবং গমের বরাদ্দে পরিবর্তন করেছিল। চাল ছাড়াও পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও গম ঘোষণা করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'যোগ্য-অযোগ্যদের বাছাই করতে হবে SSC-কেই' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | SSC Scam | BJP
‘Mamata বলেন Noakhali দাঙ্গার সময় রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন’ Suvendu-র খোঁচা মমতাকে
Sandeshkhali-তে গর্জে উঠলেন Suvendu Adhikari! রাজ্যের বিরোধী দলনেতার চরম বার্তা Mamata Banerjee-কে!
'চুগলিবাজি করে জিতেছে তৃণমূল' | Rekha Patra #shorts #rekhapatra #sandeshkhali #shortsvideo
অবশেষে তিন মাস পর মুক্তি পেলেন Bangladesh-এ আটক Sundarbans-এর মৎস্যজীবীরা!