দেশের মধ্যে 'বর্ষসেরা বিমান সংস্থা'-র শিরোপা পেল ইন্ডিগো, ঠিক কী কী কারণে?

আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং পরিচালনার স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদানের জন্য ইন্ডিগোকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সিএপিএ সেন্টার ফর এভিয়েশনের ২০২৪ সালের গ্লোবাল এভিয়েশন অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সে ইন্ডিগোকে '২০২৪ সালের বর্ষসেরা বিমান সংস্থা' হিসেবে নির্বাচিত করা হয়েছে। ভারতে বাণিজ্যিক বিমান পরিবহনের বিকাশ এবং রূপান্তরে ইন্ডিগোর ভূমিকা, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং পরিচালনার স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদানের জন্য ইন্ডিগোকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে সিএপিএ জানিয়েছে। 

ইন্ডিগোর অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহন ক্ষেত্রের রূপান্তরে ইন্ডিগোর অগ্রগতির প্রশংসা করেছে সিএপিএ। সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত এয়ারলাইন্স লিডার সামিট ওয়ার্ল্ডের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে ইন্ডিগোর পক্ষে কৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট নেহা নরেন পুরস্কার গ্রহণ করেন। বিমান পরিবহন ক্ষেত্রে উৎকর্ষ, নতুন বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য সিএপিএ পুরস্কার প্রদান করে।

Latest Videos

১৮ বছর আগে যাত্রা শুরু করা ইন্ডিগোর অগ্রগতি অবিশ্বাস্য বলে মন্তব্য করেছে সংস্থাটি। বিশ্বের বৃহত্তম এবং সেরা বিমান সংস্থাগুলির মধ্যে এই পুরস্কার পাওয়াটা ইন্ডিগোর জন্য গর্বের এবং অনুপ্রেরণাদায়ক। ৩৬০ টিরও বেশি বিমান নিয়ে ইন্ডিগো প্রতিদিন ২০০০ টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে। চতুর্থ প্রান্তিকে সংস্থার একীভূত লাভ ১,৮৯৫ কোটি টাকা, যা ২০২৩ সালের মার্চ মাসে অর্জিত ৯১৯ কোটি টাকার তুলনায় ১০০ শতাংশ বেশি। 

মহিলা যাত্রীদের জন্য বিমানের পাশের সিটে পুরুষ না মহিলা বসে আছেন তা আগে থেকে জানার সুবিধা চালু করে ইন্ডিগো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ওয়েব চেক-ইনের সময় অন্যান্য মহিলা যাত্রীরা আগে থেকে কোন সিট বুক করেছেন তা দেখতে পারবেন। ওয়েব চেক-ইন প্রক্রিয়ায় মহিলা যাত্রীদের বুক করা সিট গোলাপি রঙে দেখা যাবে। বুকিং প্রক্রিয়ায় যারা নিজেদের মহিলা হিসেবে চিহ্নিত করবেন, শুধুমাত্র তাদের জন্যই এই সুবিধা উপলব্ধ। পুরুষ যাত্রীদের এই তথ্যে প্রবেশাধিকার নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata