UPI Payment: বারে বারে ব্যালেন্স চেক করলেই বিপদ, অগস্ট থেকে UPI লেনদেনে বিরাট বদল, জেনে নিন

Published : Jul 25, 2025, 07:39 AM ISTUpdated : Jul 25, 2025, 07:41 AM IST

অনলাইন পেমেন্টের নিরাপত্তা জোরদার করতে আগস্ট থেকে ইউপিআই লেনদেনে বড় পরিবর্তন আসছে। ব্যালেন্স চেক, লেনদেনের স্ট্যাটাস দেখার ক্ষেত্রে নতুন সীমা বেঁধে দেওয়া হচ্ছে।

PREV
15

ডিজিটাল ইন্ডিয়া

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজিটাল ইন্ডিয়া গড়ার দিকে একের পর এক পদক্ষেপ নিয়েছে। আর সে কারণে জোর দেওয়া হয়েছে অনলাইন পেমেন্টের দিকে। ক্যাশলেস ইকোনমি গঠনে ইউপিআই লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার সেই ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে।

25

ইউপিআই পেমেন্ট পদ্ধতি

যতদিন যাচ্ছে, তত মানুষ অনলাইনের ওপর নির্ভর করছে। এতে উপকার যেমন হচ্ছে তেমনই বাড়ছে সাইবার ক্রাইম। এবার সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে আরও বড় পরিবর্তন আসতে চলেছে ইউপিআই লেনদেন।

35

নয়া নিয়ম কী কী?

অগস্ট থেকে ইউপিআই লেন করতে গেলে মানতে হবে নয়া নিয়ম। অগস্ট থেকে আপনার ব্যালেন্স কত তা চেক করার ক্ষেত্রে এবার থেকে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হচ্ছে। আর দিনে ৫০ বারের বেশি ব্যালেন্স দেখতে পারবেন না। আপনার মোবাইল নম্বররে সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রেও থাকছে সীমা। দিনের সর্বোচ্চ ২৫ বার ব্যালেন্স চেক করতে পারবেন।

45

লেনদেনে পরিবর্তন

অটো পো ট্র্যানজকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট। আপনার লেনদেনের স্টেটাস দেখার ক্ষেত্রেও থাকছে অন্তত দেড় মিনিট তথা ৯০ সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। এবার থেকে মেনে চলতে হবে এই নিয়ম। আসছে বদল। ১ অগস্ট থেকে এই বদল কার্যকর হবে। এই নিয়ম না জানলে আপনিই পড়বেন বিপদে।

55

কে বদল হচ্ছে নিয়ম?

রিপোর্ট বলছে, বর্তমানে প্রায় ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানান অভিযোগ শোনা গিয়েছে। এগুলো বেশি হয়েথে এপ্রিল ও মে মাসে। এরপর থেকে সতর্ক হল প্রশাসন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিস্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ হল গ্রাহকদের ব্যালেন্স চেক পদ্ধতি। সে কারণে এবার আসছে পরিবর্তন। এবার থেকে অর্থাৎ অগস্ট থেকে মানতে হবে নয়া নিয়ম।

Read more Photos on
click me!

Recommended Stories