কে বদল হচ্ছে নিয়ম?
রিপোর্ট বলছে, বর্তমানে প্রায় ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানান অভিযোগ শোনা গিয়েছে। এগুলো বেশি হয়েথে এপ্রিল ও মে মাসে। এরপর থেকে সতর্ক হল প্রশাসন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিস্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ হল গ্রাহকদের ব্যালেন্স চেক পদ্ধতি। সে কারণে এবার আসছে পরিবর্তন। এবার থেকে অর্থাৎ অগস্ট থেকে মানতে হবে নয়া নিয়ম।