Budget 2024: বাজেট পেশের আগেই শেয়ার বাজারে বড়সড় ধস! ৮ লাখ কোটি টাকার ক্ষতি বিনিয়োগকারীদের

Published : Jul 20, 2024, 09:06 AM ISTUpdated : Jul 20, 2024, 09:24 AM IST
Stock market Crash

সংক্ষিপ্ত

মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিও পতনের সঙ্গেই বন্ধ হয়েছে। বাজার বন্ধের সময় BSE সেনসেক্স ৭৩৯ পয়েন্টে ছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ২৪,৫৩০ পয়েন্টে বন্ধ হয়েছে।

Share Market Crash: ২৩ জুলাই মঙ্গলবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে যে একবার এভাবে মার্কেটে ধ্বস নামতে পারে এর আশঙ্কা ছিল অনেকেরই মনে। সেই মত তৈরিও ছিলেন তারা। যেই না ধ্বস নামা ওমনি মার্কেটে শেয়ার কেনার ধুম পড়ে। শুক্রবার ৫০ নামল নিফটি। সেনসেক্সের অবস্থাও 'তথৈবচ'।

শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে স্টক মার্কেট বন্ধ হয়েছে পতনের হাত ধরে । জ্বালানি, অটো, উপভোক্তা খাতের শেয়ারে বিপুল বিক্রির ফলেই এই পতন বাজারে। মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিও পতনের সঙ্গেই বন্ধ হয়েছে। বাজার বন্ধের সময় BSE সেনসেক্স ৭৩৯ পয়েন্টে ছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ২৪,৫৩০ পয়েন্টে বন্ধ হয়েছে।

ক্ষতি ৮ লাখ কোটি টাকা-

স্টক মার্কেটের এই পতনের ফলে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৮ লাখ কোটি টাকা। BSE-তে তালিকাভুক্ত স্টকগুলির বন্ধ হয়েছে ৪৪৬.২৫ লক্ষ কোটি টাকায়।

কোন সেক্টরে কী অবস্থা

কোনও সেক্টরে লাভ হয়নি। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এনার্জি সেক্টরের স্টকগুলিতে। ফলে নিফটির সূচক ১১৭৩ পয়েন্টে বন্ধ হয়েছে। এ ছাড়া ফার্মা, স্বাস্থ্যপরিষেবা, অটো, আইটি, এফএমসিজি, ভোগ্যপণ্য, ফার্মা, ধাতু, তেল ও গ্যাস এবং ব্যাঙ্কিং স্টকেও পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

PREV
click me!

Recommended Stories

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে স্বল্প বিনিয়োগে মিলবে ৮.৫ লক্ষ রিটার্ন! দেখুন সহজ হিসেব
Largest Investment in Asia: মাইক্রোসফটের বিশাল বিনিয়োগ ভারতে, যা হতে চলেছে এশিয়ায় বৃহত্তম বিনিয়োগ