Mutual Fund: মিউচুয়াল ফান্ড নিয়ে সামনে এল বিরাট আপডেট, কী বলল আদালত?

Published : Dec 21, 2024, 11:30 PM IST
Mutual Fund SIP

সংক্ষিপ্ত

মিউচুয়াল ফান্ড নিয়ে এবার সামনে এল বড় আপডেট।

এমনিতেই মিউচুয়াল ফান্ডে আজকাল বহু মানুষ বিনিয়োগ করছেন। আর এই বিনিয়োগ নিয়ে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিজ্ঞাপনও দেওয়া হয়। সবক্ষেত্রেই এর সুবিধার কথাই বেশি বলা হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ঝুঁকি নিয়ে কেউ কোনও কথা বলেন না। টেলিভিশনে দেখানো বিজ্ঞাপনেও বলা হয় যে, মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগই সঠিক পথ। আর তারপরেই খুব দ্রুত বলা হয় যে বাজারে বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। '

‘মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়' এই ট্যাগলাইন নিয়েই এবার তোপ দাগল বোম্বে উচ্চ আদালত (Bombay High Court)। একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় এই ট্যাগলাইনের বিরুদ্ধে। আর তার জেরেই আদালত, সেবি এবং এএমএফআইকে নোটিশ জারি করেছে। মিউচুয়াল ফান্ডের এই ধরনের প্রচারে আপত্তি জানিয়ে জনৈক এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বোম্বে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মিউচুয়াল ফান্ড সংগঠন কর্তৃক মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানান তিনি।

এরপর আদালতের পিটিশনে বলা হয়েছে যে, এই বিজ্ঞাপনী প্রচারগুলি মিউচুয়াল ফান্ডের সীমাবদ্ধতা এবং ঝুঁকিগুলি উল্লেখ না করে ইতিবাচক দিকগুলিই শুধু তুলে ধরে। তাই এই প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন। তিনি আরও উল্লেখ করেন যে, এই বিজ্ঞাপনগুলিতে বিনিয়োগকারীদের শিক্ষা কিংবা সচেতনতামূলক কোনও উপাদান নেই।

এটি কেবলমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যেই নির্মিত হয়েছে, যা শুধুমাত্র AMFI সদস্যদের সুবিধার জন্য এবং বিনিয়োগের স্বার্থ এক্ষেত্রে উপেক্ষিত হয়েছে।

উচ্চ আদালতের পদক্ষেপ অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর এই মামলার গুরুত্বের কথা বিচার করে বোম্বে উচ্চ আদালত সেবি এবং এএমএফআইকে একটি নোটিশ জারি করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১, ২, ৫, ১০, ২০ টাকার কয়েন নাকি বাতিল করল RBI? বড় খবর জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক
Unclaimed Money India: আপনার টাকা কি আটকে আছে? সরকার দাবিহীন অর্থ তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছে