PAN Card: প্যান কার্ড নিয়ে চলে এল বিরাট আপডেট! নজর রাখছেন তো এই বিষয়গুলিতে?

ইতিমধ্যেই প্যান কার্ড নিয়ে একাধিক আপডেট সামনে এসেছে।

Subhankar Das | Published : Jan 9, 2025 1:18 PM
110
বিনামূল্যে ই-প্যান কার্ড ডাউনলোডের কথা শুনে ক্লিক করে দেননি তো?

তাহলেই বাড়তে পারে সমস্যা (Free e-Pan Card Download)। 

210
কারণ, এক্ষেত্রে আপনার সঙ্গে হতে পারে বড় আর্থিক প্রতারণা

সম্প্রতি এই ধরনের আর্থিক প্রতারণার (Finance Scam) বিষয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো, অর্থাৎ PIB। 

310
এবার প্যান কার্ডের সঙ্গে নয়া এক জালিয়াতি শুরু করেছে প্রতারকরা

ইমেইলের মাধ্যমে সরকারি আধিকারিকদের নাম করে "ই-প্যান কার্ড বিনামূল্যে ডাউনলোডের প্রস্তাব দিচ্ছে জালিয়াতরা। আর এই ফাঁদে পা দিয়ে ফেলছেন অনেক সাধারণ মানুষ। 

410
সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে

এই ধরনের ইমেইলকে ভুয়ো হিসাবে তারা চিহ্নিত করেছে। 

510
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে এই বিষয়টি নিয়ে তারা দেশবাসীকে সতর্কও করে দিয়েছে

স্ক্যামাররা বিনামূল্যে "ই-প্যান কার্ড অনলাইনে ডাউনলোডের টোপ দিচ্ছে নাগরিকদের। 

610
এমনকি, কার্ড ডাউনলোড করার জন্য বেশ কিছু ধাপের কথাও উল্লেখ করা হয়

আসলে এই ইমেইলগুলির মধ্যেই লুকিয়ে থাকে একটি Phishing Link। 

710
আর কেউ যদি এই লিঙ্কে ভুলেও ক্লিক করে দেন, তাহলে তাঁকে একটি নকল ওয়েবপেজে রিডিরেক্ট করে দেওয়া হয়

আসল লক্ষ্য হল, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা। 

810
তাই যারা এই ফাঁদে পা দেন, তাদের সমস্ত গোপন তথ্য চলে যায় জালিয়াতদের হাতে

তাহলে কীভাবে নিজেকে বাঁচাবেন?

910
এই ধরনের কোনও ইমেইলের উত্তর দেবেন না এবং সন্দেহজনক ইমেইল দেখলে ক্লিক করবেন না

শুধু তাই নয়, ইমেইলে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। 

1010
কারণ, তার মধ্যে ম্যালওয়্যার ভাইরাস থাকতে পারে

আর যদি ভুলে ক্লিক করেও দেন, তাহলে কোনওভাবেই নিজের গোপন তথ্য দেবেন না। পরিষ্কার কথায় এড়িয়ে চলুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos