বিনামূল্যে ই-প্যান কার্ড ডাউনলোডের কথা শুনে ক্লিক করে দেননি তো?
তাহলেই বাড়তে পারে সমস্যা (Free e-Pan Card Download)।
কারণ, এক্ষেত্রে আপনার সঙ্গে হতে পারে বড় আর্থিক প্রতারণা
সম্প্রতি এই ধরনের আর্থিক প্রতারণার (Finance Scam) বিষয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো, অর্থাৎ PIB।
এবার প্যান কার্ডের সঙ্গে নয়া এক জালিয়াতি শুরু করেছে প্রতারকরা
ইমেইলের মাধ্যমে সরকারি আধিকারিকদের নাম করে "ই-প্যান কার্ড বিনামূল্যে ডাউনলোডের প্রস্তাব দিচ্ছে জালিয়াতরা। আর এই ফাঁদে পা দিয়ে ফেলছেন অনেক সাধারণ মানুষ।
সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে
এই ধরনের ইমেইলকে ভুয়ো হিসাবে তারা চিহ্নিত করেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে এই বিষয়টি নিয়ে তারা দেশবাসীকে সতর্কও করে দিয়েছে