Budget 2025: আয়করদাতাদের জন্য সুখবর! ১০ লক্ষ পর্যন্ত আয়কর হবে শূন্য, বাজেটে বিশেষ স্বস্তি মধ্যবিত্তের

Published : Jan 09, 2025, 11:20 AM ISTUpdated : Jan 16, 2025, 02:37 PM IST

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর স্ল্যাব পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বার্ষিক ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর করমুক্তি দেওয়ার সম্ভাবনা, মধ্যবিত্তদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন, হোম লোনের সুদে ছাড় -সহ আরও সুবিধা থাকতে পারে।

PREV
110

আয়কর বোঝার মধ্যে থাকা মানুষদের জন্য আসছে সুখবর। কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর স্ল্যাব পরিবর্তন করতে চলেছে বলে খবর।

210

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। যেখানে করদাতাদের স্বস্তি দিতে চলেছেন। এমনই আশা জেগেছে সকলের মনে।

310

আরএসএস-র বিভিন্ন সংগঠন অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন যে, বার্ষিক ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের কারদাতাদের সম্পূর্ম করমুক্তি দেওয়া উচিত।

410

বর্তমানে ৭ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়া পাওয়া যায়। তা বেড়ে হতে পারে ১০ লক্ষ।

510

মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন, হোম লোনের সুদে ছাড় এবং চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে আরও বেশি সুবিধা দেওযার সম্ভাবনা আছে।

610

প্রতি বছর ৭ কোটি মানুষ আয়কর রিটার্ন জমা দেয়। তাদের মধ্যে বেশিরভাগ কম কর পরিশোধ করেন।

710

করমুক্ত আয়ের সীমা বাড়ালে সরকারের কম আয়ের করদাতাদের রিটার্ন প্রক্রিয়া কম সময় হবে।

810

আসন্ন বাজেটে মধ্যবিত্তের জন্য নানান সুবিধা নিয়ে আসতে চলেছে সরকার।

910

বিভিন্ন ধার মিলবে। তেমনই সুদের হার কমবে বলে খবর শোনা যাচ্ছে।

1010

এখন অপেক্ষা ১ ফেব্রুয়ারির। সত্যিই ১০ লক্ষ পর্যন্ত কর ছাড় হবে অনেকেই পাবেন স্বস্তি।

click me!

Recommended Stories