এবছর রেকর্ড ক্ষতির সম্মুখীন বিশ্বের বিলিয়নিয়াররা। কিন্তু কেন ? জানুন

Published : Oct 30, 2022, 12:42 AM IST
elon musk

সংক্ষিপ্ত

শেয়ার বাজারের ওঠানামায় এ বছর প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক, মার্ক জ়াকারবার্গ কিংবা জেফ বেজ়োসের মতো ধনপতিরা।

শেয়ার বাজারের ওঠানামায় এ বছর প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক, মার্ক জ়াকারবার্গ কিংবা জেফ বেজ়োসের মতো ধনপতিরা। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার (৪১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা) ক্ষতি হয়েছে তাঁদের।পৃথিবীর ধনীতম ব্যক্তিদের প্রতি দিনের সম্পত্তির হিসাব রাখে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স। তাদের তথ্য অনুযায়ী, শুধু মাত্র চলতি বছরেই প্রথম সারিতে থাকা ধনকুবেররা হারিয়েছেন ৪৮ হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ কোটি টাকা)।এই পরিসংখ্যানে সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। আগামী দিনে বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস ও চরম অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন ফেসবুকের কর্ণধার মার্ক জ়ুকারবার্গ। শুধু বৃহস্পতিবার তাঁর সম্পত্তি কমেছে ১ হাজার ১২০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ হাজার কোটি টাকা)। ২০২২ সালে এখনও পর্যন্ত তাঁর ক্ষতির পরিমাণ ৮ হাজার ৭০০ কোটি ডলার ( ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ কোটি টাকা)।বছরের শুরুর দিকে জ়ুকারবার্গ ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যে ছিলেন। এখন তিনি নেমে গিয়েছেন আঠাশে। মেটার মালিকের এখন সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৭৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা)।

বিশ্বের ধনীতম ব্যক্তির শীর্ষে এখনও রয়েছেন ইলন মাস্ক। টেসলার কর্ণধার সম্প্রতি কিনে ফেলেছেন টুইটারও। তাঁর সার্বিক সম্পত্তির পরিমাণ ২১ হাজার ২০০ কোটি (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা)। ১ নম্বর পদটি ধরে রাখলেও চলতি বছরে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনিও।

আমাজ়ন কর্ণধার জেফ বেজ়োসের সম্পত্তির পরিমাণ ১৩ হাজার ৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকা)। শুক্রবার আমাজ়নের শেয়ার পড়েছে ৭ শতাংশ। বেজ়োস এবং মাস্ক সম্মিলিত ভাবে চলতি বছরে ৫ হাজার ৮০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা) সম্পত্তি হারিয়েছেন

পরিসংখ্যান বলছে, ধনপতিদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে মাত্র ২ জন ২০২২ সালে নিজেদের সম্পত্তির পরিমাণ কিছুটা বাড়াতে পেরেছেন।তবে ধনপতিদের সম্পত্তির এই রেকর্ড পতন কি সারা বিশ্বের অর্থনীতিতে ধ্বসের ইঙ্গিত দিচ্ছে ?

PREV
click me!

Recommended Stories

শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে
আগামী সপ্তাহে কতদিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! জানুন দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির তালিকা