নির্মলার বাজেটে মিউচুয়াল ফান্ডে বড় ছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে মধ্যবিত্ত করদাতাদের

ফেব্রুয়ারির শুরুতেই সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ। বাজেট ২০২৫ -এ আয়কর নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা বাড়ছে। তবে ট্যাক্স বিষেজ্ঞদের কথায় মিউচুয়ার ফান্ডেও বাড়তি সুবিধে পেতে পারেন।

 

Saborni Mitra | Published : Jan 13, 2025 6:18 PM / Updated: Jan 13 2025, 06:20 PM IST
110
বাজেট পেশ

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বাজেট ঘিরে নতুন করে প্রত্যাশা বাড়ছে। তবে এবার বাজেট নিয়ে মধ্যবিত্তের মধ্যেই প্রত্যাশা বাড়ছে।

210
বাজেট বিশ্লেষকদের অনুমান

বাজেট বিশ্লেষকদের অনুমান স্টার্ট আপ কোম্পানিগুলিকে সমৃদ্ধশালী করতে বেশ কিছু সুবিধে দিতে পারেন নির্মলা।

310
কর ব্যবস্থা পরিবর্তন

বর্তমানে দেশে দুই রকম আয়কর ব্যবস্থা রয়েছে। একটি নতুন কর কাঠামো, পুরনো কর কাঠামো।

410
আয় কর ব্যবস্থা

নতুন কর ব্যবস্থা। অপরটি পুরনো কর কাঠামো। আয়করদাতা নিজের ইচ্ছে মতো কাঠামো অনুযায়ী কর জমা করতে পারেন। এই নিয়মে নতুন কর কাঠামোতে ন্যূনতম ছাড়ের অঙ্ক তিন লক্ষ টাকা রেখেছে কেন্দ্র।

510
কর দিতে হবে না

কোনও ব্যক্তির বার্ষিক আয়ের পরিমাণ তিন লক্ষ টাকা হলে তাঁকে আয়কর বাবদ কোনও টাকা দিতে না।

610
আর্থিক বিশেষজ্ঞদের

আর্থিক বিশ্লেষকদের অনুমান আসন্ন বাজাটে করের অঙ্ক বৃদ্ধি করতে পারে বলেও মনে করেছে অনেকে। বার্ষিক তিন লক্ষের বদলে পাঁচ লক্ষ কর ছাড় দেওয়া হতে পারে।

710
মাঝারি আয়ে স্বস্তি

কেন্দ্র যদি কর ছাড় বেশি দেয় তাহলে মধ্যবিত্ত করদাতার অনেকটাই স্বস্তি পাবেন।

810
আরও সুপারিশ

সূত্রের খবর দীর্ঘ মেয়াদী মূলধনী লাভ  বা লং টার্ম ক্যাপিটল গেইনের উপর করের ক্ষেত্রেও কিছু পরিবর্তনের সুপারিশ করেছেন আর্থিক বিশেষজ্ঞরা।

910
মিউচুয়ার ফাণ্ড

বর্তমানে মুদ্রাস্ফীতির এই জমানায় মধ্যবিত্তদের একাংশ স্টক আর মিউচুয়ার ফান্ডে লগ্নি করেছেন। এগুলি দীর্ঘ মেয়াদী মূলধনী লাভের আওতায়ধীন।

1010
কর ছাড়

বর্তমানে স্টক বা মিউচুয়াল ফান্ড থেকে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ছাড় দিয়ে থাকে সরকার। এই অঙ্ক বাড়িয়ে দুই থেকে আড়াই লক্ষ করার প্রস্তাব দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা। অনুমান এই পদ্ধতি নিতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos