যদি বিবেচনা করে সঠিক মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করে থাকেন, তাহলে পেতে পারেন বিশাল রিটার্ন।
তারপরেই বিনিয়োগ করা উচিত।
কারণ, এক্ষেত্রে বিনিয়োগকারীর টাকা পরোক্ষভাবে শেয়ার বাজারেই বিনিয়োগ করা হয়ে থাকে।
মিউচুয়াল ফান্ডগুলি পরিচালনা করে থাকে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
তাই সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারলে রিটার্নও বেশ ভালো পাওয়া যায়।
সে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, যাই হোক না কেন, মিউচুয়াল ফান্ডে কমপক্ষে ৭ বছরের জন্য বিনিয়োগ করা উচিত।
যেগুলি থেকে ২০২৫ সালে দুর্দান্ত রিটার্ন মিলতে পারে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্লুচিপ ফান্ড
নিপ্পন ইন্ডিয়া লার্জ-ক্যাপ ফান্ড
এইচডিএফসি টপ ১০০ ফান্ড
মোতিলাল অসওয়াল লার্জ-ক্যাপ ফান্ড
বাজাজ ফিনসার্ভ লার্জ-ক্যাপ ফান্ড
মোতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড
এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিজ ফান্ড
হোয়াইটওক মিড ক্যাপ ফান্ড
এইচএসবিসি মিড ক্যাপ ফান্ড
অ্যাডেলউইস মিড ক্যাপ ফান্ড
মোতিলাল অসওয়াল স্মল ক্যাপ ফান্ড
বন্ধন স্মল ক্যাপ ফান্ড
টাটা স্মল ক্যাপ ফান্ড
এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড
মহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড
তাই সবসময় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।