বাজেটে বিশেষ ঘোষণা সিনিয়র সিটিজেনদের জন্য, জেনে নিন কোন ক্ষেত্রে মিলবে সুবিধা

আসন্ন বাজেটে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ঘোষণার সম্ভাবনা। আইটি ফাইল, পেনশন, করছাড় সহ বিভিন্ন সুবিধা আসতে পারে। আয়করের সীমা বৃদ্ধি এবং মধ্যবিত্তদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
Sayanita Chakraborty | Published : Jan 10, 2025 2:50 PM
110

আর কটা দিনের অপেক্ষা। তারপরই পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। এবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন।

210

বিভিন্ন বিষয়ের উল্লেখ থাকবে বাজেটে। আগামী ৫ বছরের রূপরেখা স্থির করা হবে। এবার বাজেটে কী থাকে তার দিকে তাকিয়ে সকলে।

310

সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ঘোষণা করা হবে বাজেটে। তাদের জন্য বিশেষ সুবিধা আসতে পারে বলে খবর।

410

জানা যাচ্ছে, আইটি ফাইল, পেনশন, করছাড়ের দিকটিতে সিনিয়র সিটিজেনদের বাড়তি সুবিধা দেওয়া হবে।

510

তেমনই টিডিএস নিয়ে সরকার যদি ইতিবাচক পদক্ষেপ নেন তাহলে তা মঙ্গলজনক হবে।

610

পোস্ট অফিস এবং ব্যাঙ্কিং স্কিমে যদি তাদের কথা ভেবে বাজেট পেশ করা হয় তাহলে উপকৃত হবে।

710

এদিকে আয়করের সীমা বাড়ছে ১০ লক্ষ। বার্ষিক ১০ লক্ষ আয় হলে দিতে হবে আয়কর।

810

নতুন বাজেটে মধ্যবিত্তের সুবিধার কথা মাথায় রাখা হবে বলে জানা গিয়েছে।

910

আপাতত বাজেটের দিকে তাকিয়ে সকলে। স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি ২ লক্ষ হয় তাহলে স্বস্তি পারেন অনেকে।

1010

তেমনই নতুন কর কাঠামো কোন দিকে থাকবে সেদিকেও তাদের নজর থাকবে বলে জানা গিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos