বিয়েবাড়ি থেকেই লাভের আশা ব্যবসায়ীদের, নভেম্বর-ডিসেম্বর ৬ লক্ষ কোটি টাকা ব্যবসার আশা

Published : Oct 31, 2025, 11:10 AM IST

বিয়ে আসর থেকেই লাভের মুখ দেখতে চান ব্যবসায়ীরা। তাই তাকিয়ে রয়েছেন নভেম্বর আর ডিসেম্বর মাসের দিকে। সমীক্ষা রিপোর্ট বলছে দুই মাসে ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে দেশে। 

PREV
18
সোনার দাম উর্ধ্বমুখী

কয়েক বছর ধরেই সোনার দাম উর্ধ্বমুখী। গত কয়েক মাসে লক্ষ টাকার গণ্ডী পার করেছে ভারতে সোনার দাম। আর সেই কারণেই কিছুটা হলেও মন্দা গয়নার বাজার। প্রয়োজন ছাড়া আম বাঙালি মুখ ফিরিয়েছে সোনার দোকানের দিক থেকে। কিন্তু নভেম্বর-ডিসেম্বর থেকে সোনা বিশেষ করে গয়নার দোকানে ভিড় বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। শুধু বাংলা নয়, গোটা দেশেই বিয়ের অনুষ্ঠান থেকে বড় অঙ্কের মুনাফা লাভের আশা করছেন ব্যবসায়ীরা। 

28
কলকাতায় সোনার দাম

আজ কলকাতায় হলমার্ক যুক্ত ২২ ক্যারট ১ গ্রাম সোনার ১১৪৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১১৪৬৫০ টাকা। গতকালের তুলনায় ৯৫০ টাকা কমেছে। খুচরো ২৪ ক্যারোট ১ গ্রাম সোনার দাম ১২০৬০ টাকা। ১০ গ্রামের দাম ১২০৬০০ টাকা। পাকা সোনার ১ গ্রামের দাম ১২০০০ টাকা।

38
ব্যবসীদের আশা

ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে জানান হয়েছে আগামী নভেম্বর আর ডিসেম্বর মাসে দেশে প্রচুর মানুষের বিয়ে হবে। তাতেই সোনার চাহিদা বাড়বে। তাতেই লক্ষ্মী ঘরে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে শুধু সোনা নয়, সবক্ষেত্রেই ব্যবসা বাণিজ্য ভাল হবে বলেও মনে করছেন ব্যবসায়ীরা।

48
কোটি কোটি টাকার ব্যবসা

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বিয়ে বাড়ির মরশুম অর্থাৎ নভেম্বর আর ডিসেম্বর মাসে দেশে ব্যবসা হতে পারে ৬ লক্ষ কোটি টাকার। সোনা থেকে শুরু করে বস্ত্রশিল্প- সবক্ষেত্রেই ব্যবসায়ীদের মুখে হাসি হতে পারে চওড়া। সঙ্গে রয়েছে ক্যাটারিং বিসনেজও। তাই নভেম্বর আর ডিসেম্বরের দিকে তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা।

58
বিয়ে হবে

সমীক্ষা রিপোর্ট অনুয়ায়ী নভেম্বর আর ডিসেম্বর মাসে এই দেশে ৪৬ লক্ষ বিয়ের আসর বসতে পারে। শুধু হিন্দু নয়, সব ধর্মের মানুষের বিয়ে নিয়ে ৪৬ লক্ষ সামাজিক বিয়ের অনুষ্ঠান হতে পারে। তাতেই আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।

68
গত বছরের হিসেব

২০২৪ সালে নভেম্বর এবং ডিসেম্বরে বিয়েতে ব্যবসা হয়েছিল ৫ লক্ষ ৯০ হাজার কোটি টাকার। ইতিমধ্যে চরম মূল্যবৃদ্ধির ফলে প্রতি ক্ষেত্রে খরচ বেড়েছে বহুগুণ। ফলে আর্থিক লেনদেনও বাড়বে অনেক বেশি। ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিশ এবং বিভিন্ন অডিটোরিয়াম, হোটেল, গেস্ট হাউস, রিসর্ট, ডেস্টিনেশন প্রপার্টির বুকিং অনুযায়ী এই সময়কালে প্রায় আধ কোটি ছুঁই ছুইঁ অনুষ্ঠান হবে।

78
বিয়ের আসরে লাভ

গয়না থেকে বস্ত্র, বাড়িভাড়া থেকে পরিবহণ, ভোগ্যপণ্য থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, হোটেল ব্যবসা থেকে সাধারণ বিমান, ট্রেন, চার্টার্ড ফ্লাইট বুকিং, খাদ্য ও বিনোদন, উপহার ইত্যাদি ব্যয়ের বহর যে যথেষ্ট চমকে ওঠার মতো, তা আর বলার অপেক্ষা রাখে না। সমীক্ষা বলছে, শুধুমাত্র দিল্লিতেই হবে সাড়ে ৪.৮ লক্ষ বিয়ে। মোট খরচ হতে পারে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে কম বাজেটের বিয়ে, অর্থাৎ ৩ লক্ষ টাকার মধ্যে মিটবে প্রায় ১০ লক্ষ বিবাহ।

88
বিদেশে বিয়ে নয়!

ব্যবসায়ীদের আক্ষেপ বর্তমানে বিদেশে বিয়ের ট্রেন্ড বেড়েছে। প্রত্যেক বছর কমপক্ষে ৫ হাজার পরিবার বিদেশে বিয়ের আসর বসায়। সেক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা মার খায়। তাই ব্যবসায়ীদের আর্জি বিদেশে নয়, দেশের মাটিতেই ভারতীয় প্রথায় বসুক বিয়ের আসর।

Read more Photos on
click me!

Recommended Stories