শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE ২০২৬ সালের জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার চূড়ান্ত সময়সূচী প্রকাশ করেছে
শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE ২০২৬ সালের জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার চূড়ান্ত সময়সূচী প্রকাশ করেছে। পরীক্ষা শুরু হচ্ছে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে। সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা।
দশম ও দ্বাদশ শ্রেণীর
দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ১০ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শুরুর প্রায় ১১০ দিন আগেই চূড়ান্ত পরীক্ষাসূচি প্রকাশ করেছে সিবিএসসি।
পরীক্ষাসূচী প্রস্তুত করার সময় দুটি বিষয়ের মধ্যে যাবে পর্যাপ্ত ব্যবধান থাকে তার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সময়সূচীতে দ্বাদশ শ্রেণীর প্রবেশিকা পরীক্ষার উল্লেখ কর াহয়টেছে। যার ফলে তারা বোর্ড ও প্রতিযোগিতামূলক দুটি পরীক্ষাতেই দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারে। তেমনই জানিয়েছে সিবিএসসি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আগামী বছর দেশ এবং বিদেশের ২৬টি জায়গার সিবিএসই অধীনস্থ স্কুলগুলির জন্য বোর্ড পরীক্ষার আয়োজন করা হবে। দশম এবং দ্বাদশের পরীক্ষায় প্রায় ৪৫ লক্ষ পড়ুয়া এ বারের পরীক্ষা দেবে বলে জানা গেছে। দু’টি শ্রেণি মিলিয়ে মোট ২০৪টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
পরের বছর থেকে নতুন নিয়মও কার্যকর করতে চলেছে বোর্ড। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। দশমের প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে। যারা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হবে না, তারা এই দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শেষের পর ১০ দিন পর উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যা দু’দিনের মধ্যেই শেষ করতে হবে।
