পিএফ উইথড্রয়াল কার্ড হবে ডেবিট কার্ডের মতো
শ্রম সচিব সুমিতা দাওরা জানিয়েছেন, এই পিএফ উইথড্রয়াল কার্ড ব্যাঙ্কের দেওয়া ডেবিট কার্ডের মতোই হবে। পিএফ উইথড্রয়াল কার্ডের সাহায্যে ইপিএফও সদস্যরা এটিএমে গিয়ে তাঁদের পিএফ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা তুলতে পারবেন।