প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সোমবার প্যান ২.০ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা করেছে। তবে কি ফের নতুন করে প্যান কার্ড করার জন্য আবেদন করতে হবে?
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, মন্ত্রিসভা ১,৪৩৫ কোটি টাকার প্যান ২.০ উদ্যোগ অনুমোদন করেছে, এর মাধ্যমে সমস্ত প্যান ডিজিটাল প্যান হিসাবে আপগ্রেড হবে।
তবে বিনামূল্যেই করা যাবে আপগ্রেডেশন। সরকারের তরফে জানানো হয়েছে, প্যানে কিউআর কোড যুক্ত করা হবে।
কেন্দ্রীয় সরকারের মতে, প্যান ২.০ উদ্যোগে সাধারণ করদাতারা উপকৃত হবেন। বড় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে এই প্যান ২.০।
প্যান ২.০ প্রকল্পের মূল উদ্দেশ্য হল দ্রুত পরিষেবা এবং বৃহত্তর দক্ষতার মাধ্যমে করদাতাদের সুবিধা করে দেওয়া
এই প্যান ২.০-তে প্রত্যেক প্যান গ্রাহকে আপগ্রেড করতে হবে। প্রত্যেককেই ডিজিটালাইজ করতে হবে নিজের কার্ড।
এর সাহায্যে অনলাইনেই করদাতাদের বিভিন্ন নথি সহজে পেয়ে যেতে পারেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট।