Anil Ambani: ২০০০ কোটি টাকার জালিয়াতি মামলায় তদন্ত! আনিল আম্বানির প্রতিষ্ঠানে সিবিআই তল্লাশি

Published : Aug 23, 2025, 01:43 PM IST
Anil Ambani: ২০০০ কোটি টাকার জালিয়াতি মামলায় তদন্ত! আনিল আম্বানির প্রতিষ্ঠানে সিবিআই তল্লাশি

সংক্ষিপ্ত

Anil Ambani: রিল্যায়েন্স কমিউনিকেশনস তথা আরকমের ডিরেক্টর অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রতিষ্ঠানে সিবিআই তল্লাশি চালিয়েছে বলে জানা যাচ্ছে।

Anil Ambani: অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনসে (আরকম) এবার সিবিআই তল্লাশি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০০০ কোটি টাকারও বেশি টাকার জালিয়াতির অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর।ল্যায়েন্স কমিউনিকেশনস তথা আরকমের ডিরেক্টর অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রতিষ্ঠানে সিবিআই তল্লাশি চালিয়েছে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ

আরকম এবং অনিল আম্বানির ব্যবসার সঙ্গে সম্পর্কিত মোট ৬টি জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাঙ্ক থেকে নেওয়া ফান্ড কীভাবে অপব্যবহার করা হয়েছে এবং লোন অন্যত্র ব্যয় করা হয়েছে কিনা, তা প্রমাণ করার জন্যই গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করাই এই তল্লাশির প্রধান লক্ষ্য বলে জানা গেছে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০০০ কোটি টাকারও বেশি টাকার জালিয়াতির অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সিবিআই-এর তরফে জানানো হয়েছে। গত ১৩ জুন, আরকম এবং অনিল আম্বানিকে জালিয়াতির তালিকায় অন্তর্ভুক্ত করে এসবিআই এবং ২৪ জুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে একটি চিঠি পাঠায়। 

পর্যাপ্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে রিলায়েন্স কমিউনিকেশনস

RBI-এর নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যাঙ্ক কোনও অ্যাকাউন্টকে জালিয়াতির তালিকায় অন্তর্ভুক্ত করার ২১ দিনের মধ্যে, RBI-কে জানাতে হবে। সেইসঙ্গে, CBI বা পুলিশে মামলা করতে হবে। জালিয়াতি ধরা পড়ার পর, SBI আরকমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। তবে সেই নোটিশের জবাবে আসা উত্তর পরীক্ষা করে দেখা গেছে যে, পর্যাপ্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে রিলায়েন্স কমিউনিকেশনস। এইরকমটাই ব্যাঙ্ক জানিয়েছে।

উল্লেখ্য, কোটি কোটি টাকার ব্যাঙ্ক লোন জালিয়াতি মামলার সঙ্গে সম্পর্কিত তথা মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আম্বানিকে জিজ্ঞাসাবাদ করার কয়েকদিন পরেই CBI এবার তল্লাশি অভিযান চালিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট