
OpenAI: ভারতে প্রথমবার চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে ই-কমার্স পেমেন্টের ব্যবস্থা চালু হতে চলেছে। গত কয়েক বছরে সব ক্ষেত্রেই লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (Unified Payments Interface)। এবার এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চলেছে ওপেন এআই-এর এআই চ্যাটবট (AI chatbot)। দেশের মানুষের যাতে সহজে কেনাকাটা করার পর টাকা দেওয়া বা অন্য কোনও লেনদেনের ক্ষেত্রে সুবিধা হয়, তা নিশ্চিত করার জন্য ওপেন এআই-এর সঙ্গে গাঁটছড়া বাঁধছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) ও ফিনটেক ফার্ম রেজরপে (Razorpay)। সিঙ্গল চ্যাট ইন্টারফেসের মাধ্যমেই লেনদেন করা যাবে। নতুন ব্যবস্থা অনুযায়ী, চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মেই বিভিন্ন পণ্য ও পরিষেবা দেখতে পাবেন, অন্য পণ্য ও পরিষেবার সঙ্গে তুলনা করতে পারবেন এবং কিনতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হবে। ব্যবহারকারীদের হয়ে এআই এজেন্টই ইউপিআই পেমেন্ট করে দেবে। এই ব্যবস্থায় নিরাপদে লেনদেন করা যাবে বলেও দাবি করা হয়েছে। নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীদের হাতেই।
চ্যাটজিপিটি-র মাধ্যমে ইউপিআই পেমেন্ট নিয়ে ওপেন এআই-এর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ম্যানেজিং ডিরেক্টর অলিভার জে বলেছেন, ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে কাজ করা নিয়ে আমরা অত্যন্ত উৎসাহিত। আমরা কীভাবে এআই ও ইউপিআই-কে একসঙ্গে যুক্ত করতে পারি, সে বিষয়ে কাজ চলছে। ইউপিআই হল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য রিয়েল টাইম পেমেন্টস নেটওয়ার্ক। সহজে এবং নিরাপদে যাতে বাণিজ্যিক কার্যকলাপ চালানো যায়, সেই নতুন যুগের সূচনা করতে চাইছি আমরা।’
দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম বিগবাস্কেট (Bigbasket) গ্রাহকদের চ্যাটজিপিটি-র মাধ্যমে কেনাকাটা করার সুযোগ দিচ্ছে। লেনদেনের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) ও এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের (Airtel Payments Bank) সঙ্গে চুক্তি করেছে বিগবাস্কেট। এবার সারা দেশেই এই ব্যবস্থা চালু হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।