মাত্র ৪৫ পয়সা খরচ করে ১০ লক্ষ টাকার কভারেজ! এর থেকে সস্তা বীমা আর নেই

IRCTC সবচেয়ে সস্তা বীমা: দেশের সবচেয়ে সস্তা বীমা পলিসি কোনটি জানেন? 

Subhankar Das | Published : Jan 2, 2025 12:58 AM
110
মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার কভারেজ পাওয়া যায় এমন বীমা সম্পর্কে এখনই জেনে নিন

আজকের দিনে বীমার গুরুত্ব অনেক বেড়ে গেছে। 

210
সাধারণত, জীবন বীমার জন্য মানুষকে বছরে হাজার হাজার টাকা দিতে হয়

আজ, দেশের সবচেয়ে সস্তা বীমা পলিসি সম্পর্কে জেনে নেওয়া যাক।

310
ভারতীয় রেলের সংস্থা IRCTC খুবই কম দামে বীমা পলিসি অফার করে

এটি রেলযাত্রীদের মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা প্রদান করে। 

410
কে IRCTC বীমার জন্য যোগ্য?

IRCTC-র মতে, অনলাইনে টিকিট বুকিং করা যাত্রীদের জন্য ১০ লক্ষ টাকার বীমা সুবিধা। 

510
৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ভ্রমণ বীমা প্রযোজ্য নয়।

৫-১১ বছর বয়সী শিশুদের জন্য বীমা সুবিধা পাওয়া যাবে। 

610
রেলযাত্রায় দুর্ঘটনায় আঘাত পেলে চিকিৎসার খরচ বহন করা হয়

মৃত্যু, স্থায়ী বা আংশিক অক্ষমতার ক্ষেত্রে কভারেজ ভিন্ন। 

710
রেল দুর্ঘটনায় মৃত্যু/স্থায়ী অক্ষমতায় ১০ লক্ষ,

আংশিক অক্ষমতায় ৭.৫ লক্ষ, আঘাতে ২ লক্ষ, মৃতদেহ সরাতে ১০,০০০ টাকা। 

810
৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার কভারেজ।

দূরপাল্লার ভ্রমণের সুরক্ষার জন্য এই বীমা।

910
এই হল মূল বিষয়

চাইলে করতে পারেন। 

1010
মাত্র ৪৫ পয়সা খরচ করে

১০ লক্ষ টাকার কভারেজ! এর থেকে সস্তা বীমা আর নেই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos