বছরের প্রথম দিনেই মূল্যবৃদ্ধির ছেঁকা, ফের একবার দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন নতুন দাম

Published : Jan 01, 2023, 04:18 PM IST
commercial LPG

সংক্ষিপ্ত

কলকাতা-মুম্বই-দিল্লি-- প্রতিটি শহরেই নতুন বছরের উদযাপনের আনন্দ। দোকান-বাজারে ভিড় উপচে পড়ছে। এই অবস্থায়, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি উদ্বেগে রাখছে ব্যবসায়ীদের।

নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা রেস্তোরাঁ-হোটেল মালিকদের জন্য। ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। একলাফে ২৫ টাকা বৃদ্ধি পেল মূল্য।

নতুন বছরের প্রথমদিনে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১,৭৬৯ টাকা। বাণিজ্যনগরী মুম্বই শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৭২১ টাকা। কলকাতায় সিলিন্ডার বিক্রি হচ্ছে ১,৮৭০ টাকায়। দামের পারদ চড়েছে দাক্ষিণাত্যেও। চেন্নাই শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১,৯৭১ টাকা। প্রায় ২,০০০ এর কাছাকাছি পৌঁছে গিয়েছে দর।

চার মেট্রো শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তায় হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা। কলকাতা-মুম্বই-দিল্লি-- প্রতিটি শহরেই নতুন বছরের উদযাপনের আনন্দ। দোকান-বাজারে ভিড় উপচে পড়ছে। এই অবস্থায়, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি উদ্বেগে রাখছে ব্যবসায়ীদের।

প্রসঙ্গত, প্রতি বছরের শুরুতেই রান্নার গ্যাসের দামে সামান্য পরিবর্তন আসে। দাম হয় বৃদ্ধি পায়, অথবা হ্রাস পেয়ে থাকে। বিগত বছরে, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল চারবার। ২০২২ সালে মার্চ মাসে প্রথমবারের জন্য ৫০ টাকা দাম বৃদ্ধি পায় বাণিজ্যিক রান্নার গ্যাসের। মে মাসে একটানা দু'বার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায়। প্রথমে ৫০ টাকা, তারপর ৩.৫ টাকা। জুলাই মাসে শেষবার ৫০ টাকা দাম বৃদ্ধি পায় রান্নার গ্যাসের দাম।

২০২২ সালে নাগাড়ে ঊর্ধ্বমুখী ছিল মুদ্রাস্ফীতির পারদ। খুচরো এবং পাইকারি মুদ্রাস্ফীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল ব্যবসায়ীদের। চলতি বছরে মুদ্রাস্ফীতির হার সামান্য কমেছে। সামান্য স্বস্তির মধ্যেই ফের একবার দাম বৃদ্ধি চিন্তায় রাখবে ব্যবসায়ীদের।

PREV
click me!

Recommended Stories

ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?