দিনের পর দিন অনলাইন পেমেন্টের জনপ্রিয়তা বাড়ছে। ২০২৫ সালের মে মাসে ভারতে ইউপিআই লেনদেন ১৮.৬৮ বিলিয়ন ছুঁয়েছে। তবে এই ধারাবাহিক বৃদ্ধির মাঝেও দেখা যাচ্ছে ভয়ংকর প্রতারণা। আপনার একটা ছোট্ট ভুলে হারাতে পারেন সারা জীবনের সঞ্চয়।
আজকের প্রতিবেদনে জেনে নিন, কী কী ভুল কখনোই করবেন না, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিমেষের মধ্যে খালি হয়ে যায়।
512
রিপোর্ট দেখলে চমকাবেন
আমরা যত ডিজিটালের থেকে এগোচ্ছি, ততই প্রতারকরা সুযোগ নিচ্ছে। রিজার্ভ ব্যাংকের সরাসরি হিসাব না থাকলেও, সাইবার ক্রাইম দ্বারা প্রতারণার মাধ্যমে চলতি বছরে মোট ১৭৭.২১ কোটি টাকা ক্ষতি হয়েছে।
612
আর প্রতারকদের কৌশল দিন দিন আরো আধুনিক হচ্ছে। এমনকি ব্যাঙ্কের অফিসার, কাস্টমার কেয়ার সেজে ফোন কল, সবকিছুই প্রতারণার জাল হয়ে উঠছে।
712
এই ভুলগুলি কখনোই করবেন না
এসএমএস বা হোয়াটসঅ্যাপে যদি কোন অজানা লিংক আসে, তাহলে মোটেও ক্লিক করবেন না। কারণ এসব লিংকের মাধ্যমে প্রতারকরা ফোনে ভাইরাস ঢুকিয়ে দেয় এবং হ্যাকিং সফটওয়্যার ডাউনলোড করিয়ে দেয়।
812
“আমি ব্যাংক থেকে বলছি”, এই ধরনের কোনও ফোন আসলেই সাবধান। আসলে ব্যাংক কোনও ফোন করে ওটিপি, পিন বা অ্যাকাউন্টের ডিটেলস জানতে চায় না। যদি এসব চায়, তাহলে ধরে নিন সেটি প্রতারক।
912
অনেকে সমস্যা সমাধানের কথা বলে আপনাকে AnyDesk বা TeamViewer-এর মত অ্যাপ ডাউনলোড করিয়ে দেয়। আর এগুলো ইনস্টল করলেই প্রতারকরা আপনার পুরো ফোনের অ্যাক্সেস পেয়ে যাবে।
যাকে টাকা পাঠাচ্ছেন, তার নাম, ইউপিআই আইডি ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নিন।
1012
তাড়াহুড়ো করে ভুল নাম বা বই ইউপিআই আইডিতে টাকা পাঠালে তা প্রতারণার জালে পড়ছে। ওটিপি বা পিন কখনো ভুলেও কাউকে শেয়ার করবেন না। এমনকি কোনও ব্যাংক কর্মীকেও নয়। এটি একমাত্র আপনার তথ্য। অন্য কাউকে দিলে পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।
1112
কোনও সন্দেহজনকভাবে টাকা কেটে গেলে সঙ্গে সঙ্গে ইউপিআই অ্যাপ থেকে অ্যাকাউন্ট ব্লক করে দিন। তারপর সংশ্লিষ্ট ব্যাংকের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন।
1212
তাই ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা দিনের পর দিন যে হারে বাড়ছে, ঠিক সেভাবে তরতরিয়ে বাড়ছে প্রতারণা। তাই এখন থেকে সতর্ক হোন। যাতে আপনাকে কেউ বলির পাঠা না বানিয়ে আপনার অ্যাকাউন্ট হাতিয়ে না নেয়।