গ্রাহকদের জন্য সুখবর, ২০০ টাকারও কম বিনিয়োগে পেয়ে যাবেন ২৩ লক্ষ টাকা, কোথায় ইনভেস্ট করবেন

Published : Nov 15, 2022, 05:11 PM ISTUpdated : Nov 15, 2022, 05:13 PM IST
Widow Pension Scheme 2021 , Widow Pension Scheme 2021 Application, Widow Pension Scheme 2021 Process, Widow Pension Scheme 2021 Benefits

সংক্ষিপ্ত

ইনস্যুরেন্স সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম দারুণ সুবিধা নিয়ে এসেছে সাধারণ মানুষদের জন্য।প্রতিদিন ১৬০ টাকা করে জমালেই ফেরত পাবেন ২৩ লক্ষ টাকা, জেনে নিন কীভাবে।

 গ্রাহকদের জন্য বড় ঘোষণা এলআইসি-র। যারা এলআইসি-জীবন বিমা পলিসি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। কিন্তু কোন টাকা কোন খাতে জমালে সেখান থেকে ভবিষ্যতে সুরক্ষা মিলবে এটাই সবথেকে বড় বিষয়। ইনস্যুরেন্স সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম দারুণ সুবিধা নিয়ে এসেছে সাধারণ মানুষদের জন্য।ধামাকাদার প্ল্যান নিয়ে হাজির এলআইসি। বছর শেষে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির এলআইসি। সেভিংস ও সুরক্ষার কথা মাথাই রেখে জনসাধারণের জন্য নতুন স্কিম নিয়ে এসেছে এলআইসি। যেখানে সেভিংসও থাকবে এর পাশাপাশিই সুরক্ষাও। ইনস্যুরেন্স সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম দারুণ অফার নিয়ে হাজির। প্রতিদিন ১৬০ টাকা করে জমালেই ফেরত পাবেন ২৩ লক্ষ টাকা, জেনে নিন কীভাবে।

এই সময়ে যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে আপনার জন্য সেরা সুযোগ দিচ্ছে এলআইসি। এই সময়ে এলআইসি একটা ভালো অপশন হতে পারে। দীর্ঘদিন ধরে দেশের সবথেকে বড় ইনস্যুরেন্স সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম সকলের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক পলিসি নিয়ে এসেছে। প্রতিটি পলিসির মধ্যে রয়েছে হাজার হাজার মানুষ। প্রত্যেকেই নিজেদের প্রয়োজন মতো ভবিষ্যতের সুরক্ষায় এই পলিসি করিয়ে রেখেছেন।

 

 

এলআইসির এমন অনেক পরিকল্পনা রয়েছে, যেখানে বিনিয়োগ করলে ভালো লাভ করতে পারবেন এর পাশাপাশি টাকাও সুরক্ষিত থাকবে এবং রিটার্নও মিলবে অনেক বেশি। এলআইসি-র নিউ মানি ব্যাক প্ল্যানে দুই ধরনের ম্যাচিউরিটি অপশন রয়েছে। এই প্ল্যানে কোনও ব্যক্তি চাইলে ২০ বছরে ম্যাচিউরিটি করে নিতে পারেন, আবার কোনও ব্যক্তি ২৫ বছরেও করতে পারেন। ২৫ বছরের পলিসিতে কোনও ব্যক্তি যদি প্রতিদিন ১৬০ টাকা করে জমান, তবে বছরের শেষে তিনি পেয়ে যাবেন ২৩ লক্ষ টাকা। এলআইসি-র এই পলিসিতে বিনিয়োগকারী প্রতি ৫ বছরে ১৫ থেকে ২০ শতাংশ টাকা ফেরত পান। আয়করের হিসেবে এটি সম্পূর্ণ করমুক্ত।  এলআইসি-র নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যানে ন্যূনতম বয়স হল ০ বছর। অর্থাৎ শিশুর বয়স ১ বছর না হলেও চলবে। বিমা গ্রহণের সর্বোচ্চ বয়স ১২ বছর। এই পলিসিতে মানিব্যাক আকারে টাকা ফেরত দেওয়া হয়। পলিসি ধারক ১৮, ২০, ২২ বছর বয়স পূর্ণ করার পরে টাকা দেওয়া হয়। এরপর ম্যাচিউরিটি হয়ে গেলে বাকি ৪০ শতাংশ টাকা বোনাসের সঙ্গে মেলে।

 

PREV
click me!

Recommended Stories

ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন