পাইলট প্রশিক্ষণে গাফিলতির অভিযোগে আকাশা এয়ারের দুই ডিরেক্টরকে সাসপেন্ড করল DGCA

Published : Dec 28, 2024, 03:14 PM IST
পাইলট প্রশিক্ষণে গাফিলতির অভিযোগে আকাশা এয়ারের দুই ডিরেক্টরকে সাসপেন্ড করল DGCA

সংক্ষিপ্ত

আকাশ এয়ারের অপারেশনস ডিরেক্টর এবং প্রশিক্ষণ পরিচালককে ডিজি সিএ স্থগিত করেছে।

দেশের সবচেয়ে কম খরচের বিমান সংস্থা আকাশ এয়ারের বিরুদ্ধে ডিজি সিএ-এর ব্যবস্থা। আকাশ এয়ারের অপারেশনস ডিরেক্টর এবং প্রশিক্ষণ পরিচালককে ছয় মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে ডিজি সিএ। পাইলটদের প্রশিক্ষণে গাফিলতির অভিযোগে এই ব্যবস্থা। 

মুম্বাইয়ের আকাশ এয়ারে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজি সিএ) পরিচালিত নিয়ন্ত্রক নিরীক্ষায় এই তথ্য উঠে আসে। যোগ্যতা অর্জন না করেই সিমুলেটরগুলিতে আকাশ এয়ার প্রশিক্ষণ পরিচালনা করছে বলে জানা গেছে। আকাশ এয়ারের অপারেশনস ডিরেক্টর এবং প্রশিক্ষণ পরিচালক "সিভিল অ্যাভিয়েশন নির্দেশাবলী (সিএআর) পালনে ব্যর্থ হয়েছেন" এই কারণ দেখিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ডিজি সিএ-এর কারণ দর্শানোর নোটিশের জবাবে ১৫ এবং ৩০ অক্টোবর আকাশ এয়ারের দেওয়া উত্তর সন্তোষজনক নয় বলে বিবেচিত হওয়ায় আকাশ এয়ারের অপারেশনস ডিরেক্টর এবং প্রশিক্ষণ পরিচালককে স্থগিত করা হয়েছে। এই পদে যোগ্য কর্মকর্তাদের মনোনীত করার জন্য বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, গত কয়েকদিন আগে সাতজন যাত্রীকে বিমানে না তুলে পাঠানোর ঘটনায় আকাশ এয়ারকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজি সিএ। ৬ সেপ্টেম্বর বেঙ্গালুরু - পুনে বিমানে এই ঘটনা ঘটে। রাত ৮.৫০-এ আকাশের কিউপি ১৪৩৭ বিমানটি ছেড়ে যাওয়ার কথা ছিল। মেরামতের কাজের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়। এতে সকলের জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। কিছু আসন বিকল ছিল। এরপরই সাতজন যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয়নি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
সোনু নিগমের স্মার্ট বিনিয়োগ! প্রত্যেক মাসে ১৯ লাখ নিশ্চিত আয়, যা প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পাবে