Government Scheme: আপনার ব্যাঙ্ক থেকে কী ৪৫৬ টাকা কেটেছে? তবে বিপদের দিনে মিলবে ৪ লাখ টাকা

Published : Jun 02, 2025, 01:33 PM IST

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ৪৩৬ টাকা ও ২০ টাকা অর্থাৎ, মোট ৪৫৬ টাকা কেটে নিয়েছে? আপনি কি জানেন কেন এই টাকা কেটেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে? জানতে হলে দেখুন বিস্তারিত

PREV
111

দেশের সাধারণ মানুষের জন্য সরকার বেশ কিছু বিমা চালু করেছে। এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) ।

211

এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) হল এক ধরণেই টার্ম ইন্সিওরেন্স। যার প্রিমিয়াম ৪৩৬ টাকা।

411

এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনও ব্যক্তি এই বিমার সুবিধা নিতে পারেন।

511

এই বিমা যাদের করা আছে সেই ব্যক্তির যদি কোনও কারণে মৃত্যু ঘটে তাহলে ওই ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ হিসাবে ২ লক্ষ টাকা পাবে।

611

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যদি কারও করানো থাকে তাহলে কোনও দুর্ঘটনায় সেই ব্যক্তির মৃত্যু হলে ওই ব্যক্তির পরিবার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবে।

711

আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ৪৩৬ টাকা ও ২০ টাকা অর্থাৎ, মোট ৪৫৬ টাকা কেটে নিয়েছে?

811

আপনি কি জানেন কেন এই টাকা কেটেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে?

911

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা যে কোনও ব্যক্তিই এই দুই বিমার সুবিধা নিতে পারেন। সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো ডেবিট অন করে দিতে হয়।

1011

এই দুই বিমা যদি চালু থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে অবশ্যই এই বিমার সার্টিফিকেট নিতে ভুলবেন না।

1111

তবে কেউ যদি এই বিমা বন্ধ করতে চান তাহলে ব্যাঙ্কে গিয়ে একবার অ্যাকাউন্টের অটো ডেবিট বন্ধ করে দিলেই হল। আর আপনার ব্যাঙ্ক থেকে ৪৫৬ টাকা করে কাটবে না।

Read more Photos on
click me!

Recommended Stories