Diwali Stocks 2025: দীপাবলিতে কোন কোন স্টক বিনিয়োগ করবেন ভাবছেন? নজর দিন এই চারটি শেয়ারে

Published : Oct 20, 2025, 12:52 PM IST

Diwali Stocks 2025: দীপাবলির আগেই দেশের শেয়ার বাজার বেশ চাঙ্গা। যা নিঃসন্দেহে বিনিয়োগকারীদের মধ্যে খুশির আমেজ নিয়ে এসেছে (diwali stocks 2025 list)।

PREV
16
দীপাবলিতে নজরকাড়া স্টক

মোতিলাল অসওয়াল ওয়েলথ ম্যানেজমেন্ট এই দীপাবলির জন্য বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিতে পারে, এমন চারটি সেরা স্টকের নাম জানিয়েছে। প্রতিটির জন্য নির্দিষ্ট বৃদ্ধির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। 

26
ভালো রিটার্ন আসতে পারে

এই দীপাবলিতে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভাবছেন? এক্ষেত্রে মোতিলাল অসওয়াল ওয়েলথ ম্যানেজমেন্ট বিনিয়োগকারীদের জন্য কিছু সেরা স্টক বেছে নিয়েছে, যা ভালো রিটার্ন দিতে পারে।

36
মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা (M&M) নতুন SUV, EV এবং LCV বাজারে আনছে। গ্রামীণ চাহিদা এবং নতুন মডেল থেকে অনেকটাই আয় বাড়বে। মোতিলাল অসওয়ালের টার্গেট প্রাইস  ৪,০৯১ টাকা এবং ডেলিভারির টার্গেট প্রাইস ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

46
১৩% বৃদ্ধির পূর্বাভাস

র‍্যাডিকো খৈতান তার প্রিমিয়াম ব্র্যান্ডগুলির মাধ্যমে একটি শক্তিশালী বাজারকে ধরে রেখেছে। এটি আন্তর্জাতিক বাজারে তার উপস্থিতি প্রসারিত করার প্রধান লক্ষ্য নিয়েছে। মোতিলাল অসওয়াল এই স্টকের জন্য ১৩% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

56
স্টকটির দাম এই মুহূর্তে ৮৮৮ টাকা এবং টার্গেট প্রাইস ১৪০০ টাকা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াঃ দেশের অন্যতম এবং বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনতে পরামর্শ দিচ্ছে তারা। স্টকটির দাম এই মুহূর্তে ৮৮৮ টাকা এবং টার্গেট প্রাইস ১৪০০ টাকা।

66
স্টকটির দাম এই মুহূর্তে ৪১৩ টাকা এবং টার্গেট প্রাইস ৪৯০ টাকা

ভারত হেভি ইলেকট্রনিক্সঃ বর্তমানে দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত একাধিক প্রোজেক্ট রয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির হাতে। স্টকটির দাম এই মুহূর্তে ৪১৩ টাকা এবং টার্গেট প্রাইস ৪৯০ টাকা।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories