ঝুঁকি কম, রিটার্নও ভালো! সোনার পাথরবাটিও কিনতে পারে পরিকল্পিত বিনিয়োগ, বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৪

পরিকল্পিত বিনিয়োগ (Investment) অত্যন্ত জরুরি। যেখানে যথেষ্ট কম ঝুঁকি (Low Risk Investment) নিয়েও ভালো রিটার্ন পেতে পারেন। কীভাবে, সেই আলোচনা আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে।

Share this Video

ঘোষিত মুদ্রাস্ফীতি (Inflation) এবং আসল মুদ্রিস্ফীতির (Real Inflation) মধ্যে বিরাট পার্থক্য। এখন যদি এই ফারাক না বুঝে থাকেন তাহলে সমূহ বিপদ। সে কারণেই পরিকল্পিত বিনিয়োগ (Investment) অত্যন্ত জরুরি। যেখানে যথেষ্ট কম ঝুঁকি (Low Risk Investment) নিয়েও ভালো রিটার্ন পেতে পারেন। কীভাবে, সেই আলোচনা আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে। আসল মুদ্রাস্ফীতি কতটা এবং কম ঝুঁকি নিয়ে তার ধারকাছে রিটার্ন কীভাবে পেতে পারেন তা নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন বিনিয়োগ পরামর্শদাতা কৌশিত ঘোষ। আপনারা কী ধরনের আলোচনা শুনতে চান, যদি বিনিয়োগ সংক্রান্ত কোনও প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের জানান। আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার। দেখতে থাকুন এশিয়ানেট নিউজ বাংলার (Asianet News Bangla) ইউটিউব চ্যানেল।

Related Video